দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শাহ দম্পতি খুনের ঘটনায় গ্রেফতার আরও এক | ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ | ওড়িশা থেকে তাকে গ্রেফতার করে তদন্তকারীরা | ধৃত সন্তোষ ওরফে রাহুল ঘটনার সময় শাহ দম্পতির বাড়িতে ঢুকেছিল বলেই জানা গিয়েছে | এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে | বিশাল বর্মন নামে ওই ব্যক্তিকে উত্তরপ্রদেশ থেকে আটক করা হয় | জানা গিয়েছে, হাওড়া লিলুয়া থেকে পালায় সে | এর আগে পুলিশ তিনজনকে গ্রেফতার করে |এই ঘটনায় মূল অভিযুক্তর তিন সহযোগী সুবোধকুমার সিং(৪৫), যতীন মেহতা(৪২) এবং রত্নাকর নাথকে (৩৯) গ্রেপ্তার করে কলকাতা পুলিশ | তিনজনই লিলুয়ার বাসিন্দা |এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশের জালে মোট পাঁচজন | তবে এখন ও অধরা মূল অভিযুক্ত | এর আগে শুক্রবার রাতে বিশাল বর্মন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল তদন্তকারীরা | অশোক শাহ ও তাঁর স্ত্রী রশ্মিতা শাহকে খুনের পরেই লিলুয়ায় চলে যায় বিশাল | পরে সেখান থেকে ট্রেনে চেপে ভিনরাজ্যে পাড়ি দেয় অভিযুক্ত | ঠাঁই নেয় গিয়ে উত্তরপ্রদেশে| ওই খুনের ঘটনার তদন্তে নেমে এর আগে ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা | ধৃত অভিযুক্তদের জেরা করে বিশালের হদিশ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর | ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা | প্রসঙ্গত,সোমবার দুপুরে ভবানীপুরে নিজের বাড়িতেই খুন হন ব্যবসায়ী অশোক শাহ ও তাঁর স্ত্রী রশ্মিতা শাহ | প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে, অশোক শাহকে ছুরি মেরে খুন করা হয় ও তাঁর স্ত্রীকে গুলি করে খুন করা হয়েছে| এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন | উত্তরবঙ্গ থেকে ফিরে বুধবার নিহত দম্পতির মেয়ের সঙ্গেও কথা বলে যথাযথ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী|