প্রসেনজিৎ ধর :- বন্ধ সব দোকানবাজার, যানবাহণ চলাচলও খুব কম। তবে ট্রেন ও জাতীয় সড়ক সচল রয়েছে | এটাই সোমবার সকালে নদিয়ার বেথুয়াডহরি এলাকার ছবি | বৃহস্পতিবার থেকে রাজ্যে বিক্ষিপ্ত ভাবে একাধিক জেলা থেকে হিংসার ছবি উঠে এসেছে| এই আবহে রবিবার হাওড়া, মুর্শিদাবাদ তুলনামূলক শান্ত থাকলেও হিংসার আঁচ এশে লাগে নদিয়ায় | পয়গম্বর হজরত মহম্মদের বিয়ে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে গতকাল মিছিল বের হয়েছিল বেথুয়াডহরিতে | সেই মিছিলই হিংসাত্মক রূপ নেয় | এর প্রতিবাদে এবার বড় পদক্ষেপ স্থানীয় ব্যবসায়ী সমিতির | প্রতিবাদের নামে বিক্ষোভকারীদের তাণ্ডবের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী সমিতি ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছেন বেথুয়াডহরিতে | প্রথমে হাওড়া জেলায়, তারপর মুর্শিদাবাদ এবং এখন নদিয়া জেলায় | রবিবার নদিয়ার বেথুয়াডহরি স্টেশনে ট্রেনে ভাঙচুর চালানো হয় | একটি মিছিলের পর হঠাৎ করেই ভাঙচুর শুরু হয় বলে দাবি স্থানীয়দের | বেথুয়াডহরি হাসপাতালের সামনে এবং ৩৪ নম্বর জাতীয় সড়কেও ভাঙচুর করা হয় | বাদ যায়নি দোকান ও বাড়িও | এই ঘটনার পরেই পরিস্থিতি সামলাতে নাকাশিপাড়া ব্লকে রবিবার রাত থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন | ট্রেনে ভাঙচুর ও গন্ডগোলের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর | বেথুয়াডহরি স্টেশনে বিপুল সংখ্যায় মোতায়েন করা হয়েছে জিআরপি | রবিবার দুষ্কৃতীদের এই তাণ্ডবের প্রতিবাদে বেথুয়াডহরি ব্যবসায়ী কল্যাণ সমিতি ৭২ ঘণ্টার বাজার বন্ধের ডাক দিয়েছে | যার জেরে এদিন সকাল ৬টা থেকেই বেথুয়াডহরি এলাকায় কার্যত বনধের ছবি নেমে এসেছে| বেথুয়াডহরি যে থানার অন্তর্গত, সেই নাকাশিপাড়া থানা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা |