Breaking News

মেট্রো ডেয়ারি মামলায় রাজ্য পুলিশে আস্থা হাইকোর্টের,অধীর রঞ্জন চৌধুরীর সিবিআই আবেদন খারিজ!স্বস্তিতে রাজ্য

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে অনিয়ম হয়েছে, এই অভিযোগ তুলে মামলা করেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী | শুধু তাই নয়, সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন তিনি | কিন্তু আজ, সোমবার অধীর চৌধুরীর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট | আর কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, এই তদন্ত রাজ্য পুলিশ করবে | অন্য কোনও সংস্থাকে তদন্তভার দেওয়া হবে না | মেট্রো ডেয়ারির শেয়ার সস্তায় বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী | ২০১৮ সালে এই মামলা করা হয়েছিল| অভিযোগ, এই শেয়ার বিক্রিতে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে | ন্যূনতম দামে সিঙ্গাপুরের সংস্থা তা কিনে নিয়েছে | মেট্রো ডেয়ারির প্রায় ৪৭ শতাংশ শেয়ার ঘুরপথে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ তাঁর | এই মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টে সিবিআই জানিয়েছিল, আদালত নির্দেশ দিলে তারা তদন্ত করতে প্রস্তুত | কিন্তু আদালত আস্থা রাখল রাজ্য পুলিশেই | তাতে ধাক্কা খেল অধীর চৌধুরী | সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল, রাজ্যের সিদ্ধান্ত সঠিক| দুর্নীতির কোনও ঘটনাই ঘটেনি | রাজ্য সরকার যদি ঠিক করে কাকে কোন দামে কোনও সরকারি সম্পত্তি বিক্রি করবে সেখানে আদালতের হস্তক্ষেপের কোনও জায়গা থাকে না | একই সঙ্গে এদিন অধীরবাবুর মামলাটি খারিজও করে দিয়েছে আদালত | আদালত সাফ জানিয়েছে, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়েছে বলে তাঁরা মনে করেন না | সন্দেহ নেই এই রায় অধীররঞ্জন চৌধুরীর কাছে যেমন বড় ধাক্কা তেমনি রাজ্য সরকারের কাছেও বড়সড় জয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *