Breaking News

অবশেষে সাসপেনশন প্রত্যাহার,বিধানসভায় শুভেন্দু-সহ ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন উঠল, “তিক্ততা চাই না”, বললেন পার্থ চট্টোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবশেষে বিজেপির ৭ বিধায়কের সাসপেনশন প্রত্যাহার হল | বৃহস্পতিবার দুপুরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যসচেতক মনোজ টিগ্গাসহ ৭ জনের সাসপেনশন প্রত্যাহার করেন স্পিকার | এর ফলে বিধানসভায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল তার অবসান হল | বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, চিফ হুইপ মনোজ টিগ্গা, দীপক বর্মন, শঙ্কর ঘোষ, নরহরি মাহাত-সহ সাতজনের উপর থেকে সাসপেনশন উঠল| বৃহস্পতিবার ধ্বনি ভোটে সাসপেনশন উঠে যায় |এই সাসপেনশন তোলা নিয়ে রাজ্য বিধানসভায় মোশান এনেছিল বিজেপি| এরপর বিজেপির আনা দুটো মোশানের উপর ধ্বনি ভোট হয় এবং সাত বিজেপি বিধায়কের উপর থেকে সাসপেনশন উঠে যায় | অর্থাৎ আজ থেকেই রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারবেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা-সহ সাত বিধায়ক | এদিন দুপুরে বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নয়| সাসপেনশন প্রত্যাহারের পক্ষে মত দেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো বরিষ্ঠ মন্ত্রীরা |
এরপর বিধানসভায় সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব আনের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল | সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘সঠিক পদ্ধতি মেনে আবেদন করলে বহু আগেই এই সমস্যার সমাধান হতে পারত | এজন্য বিধানসভার বাইরে কোথাও আবেদন করার প্রয়োজন ছিল না | আমরা চাই বিরোধীরা বিধানসভায় থাক | কিন্তু বিধানসভার গরিমা রক্ষাও বিরোধীদের কর্তব্য | তারা যেন এমন কাজ না করেন যাতে বিধানসভার গরিমা ক্ষুণ্ণ হয় |’ এদিন সাসপেনশন প্রত্যাহারের পর বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, আদালতে ভর্ৎসনার মুখে পড়ে সাসপেনশন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন স্পিকার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *