প্রসেনজিৎ ধর, কলকাতা :- রবীন্দ্র সঙ্গীতের মাঝেই ‘জয় শ্রী রাম’ বলে স্লোগান,আর এই স্লোগানকে কেন্দ্র করেই উত্তাল হল বিধানসভা | বিধায়ক নির্বাচিত হয়ে বৃহস্পতিবার প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখলেব বাবুল সুপ্রিয় | তিনি বলতে উঠলে বিধানসভায় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা| পাল্টা কটাক্ষ করলেন বালিগঞ্জের বিধায়ক | এদিন বিধানসভায় কৃষি বিল নিয়ে বলতে উঠেছিলেন বালিগঞ্জের বিধায়ক | আর ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান | ‘আমার মন বলে চাই গো, চাই গো…’ গান তুলে নিয়েছিলেন গান | তাঁকে অভিবাদন জানিয়েছেন শাসক শিবিরের বিধায়করা | এদিকে তার মাঝেই ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন গেরুয়া শিবিরের বিধায়করা | আর তারপরেই পাল্টা কটাক্ষ করেন বাবুল সুপ্রিয় | তাঁর নিশানায় ছিলেন বিজেপি বিধায়করা | এই ঘটনাকে কেন্দ্র করে যেন হুলুস্থুল পড়ে যায় বিধানসভায় | বিজেপিকে কটাক্ষ করে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার বলা নিয়ে বিরোধীরাও এত উৎসাহী, তা দেখে ভাল লাগছে’ | তাপরেই বলেন, বিরধিতা করা ভাল কিন্তু সেই বিরোধিতা রাস্তার বাইরে চলে গেলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় | উল্লেখ্য, গত ১১ মে বিধানসভায় শপথবাক্য পাঠ করেছিলেন বাবুল সুপ্রিয় | তাঁকে শপথ গ্রহণ করিয়েছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়| উল্লেখ্য, বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় | তবে গোলেমালের জেরে শপথ নেওয়া হয়ন| এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন বাবুল | তারপর গত ১১ মে বিধানসভার নৌশার আলি কক্ষে শপথ নিয়েছিলেন বাবুল সুপ্রিয় | তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন ডেপুটি স্পিকার | তারপরে আজ প্রথম বক্তব্য রাখেন বিধানসভায় |