প্রসেনজিৎ ধর :- বিজেপিতে যোগ দেওয়ার আগেই স্মৃতিচারণ করলেন প্রবীর ঘোষাল। বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছেন বিধায়ক প্রবীর ঘোষাল। এমনকি বহু চেষ্টা করেও শেষপর্যন্ত শিকে ছেড়েনি। কিছুদিন আগেই জেলার কোর কমিটি এবং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ থেকে তিনি ইস্তফা দেন তিনি।
আর এদিন জানালেন “ব্যথা, বিষণ্ণ হৃদয় নিয়ে দিল্লি যাচ্ছি। ১৯৮৪ সালে ডিসেম্বর মাসে সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আড়াই বছর আগে থেকে তাঁকে চিনি।পরিবার-বন্ধুদের সঙ্গে পরামর্শের পর তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছি। আশা করছি উন্নয়ন হবে।”এদিন তিনি আরো বলেন “লোকসভা ভোটে হুগলি জেলায় তৃণমূল ভাল ফল করেনি। দোষত্রুটি দেখানোর চেষ্টা করেছি। কানে তোলেনি দল। আমার কেন্দ্রে যাতে জিততে না পারি, তৃণমূলের তরফেই চেষ্টা শুরু হল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন অন্য জায়গায় প্রার্থী হোন। আমি ওখানকার ভূমিপুত্র। ওখানে ছাড়া অন্য কোথাও দাঁড়াব না। আমার মনে হচ্ছে একটা দুষ্ট চক্র গ্রাস করে নিয়েছে তৃণমূলকে। ভাল মানুষদের তৃণমূলে থাকতে দেওয়া হচ্ছে না। মমতাকে সামনে রেখে স্বার্থসিদ্ধি করছে এক শ্রেণির লোক।”