Breaking News

এবার বেসুরো বহরমপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা কানাই রায়!

নিজস্ব সংবাদদাতা :- এবার বেসুরো বহরমপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা | এদিন প্রাক্তন কাউন্সিলর কানাই রায় খাগড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তাকে দলে সম্মান দেওয়া হয় না | উল্লেখ্য শুক্রবারই তার ছেলে “খড়কুটো ” সিরিয়ালের নায়ক কৌশিক রায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে কোলকাতায় বিজেপিতে যোগদান করেন | এদিন তাকে দলের তরফ থেকে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তার ছেলে নিজের সিদ্ধান্তে বিজেপিতে যোগদান করেছেন | তাছাড়া গত ২০১৮ সালে দলের নেতা অশোক দাস ও নাড়ুগোপাল মুখার্জী তাকে মিথ্যে বদনাম দিয়ে জেল খাটিয়েছে বলে অভিযোগ তাঁর | হয়তো তার ছেলের সেটা খারাপ লেগেছে তাই তার ছেলে বিজেপিতে যোগদান করেছে | তবে কানাই রায় এই মহুর্তে দল ছাড়ছেন না বা অন্য কোন দলে যোগ দিচ্ছেন না বলে জানান | অন্যদিকে বহরমপুর পৌরসভার কোঅর্ডিনেটর নাড়ু গোপাল মুখার্জী জানিয়েছেন, কানাই রায় মার্ডার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি তৃণমূল দলে কোন কাজ করেন না | ছেলেকে বিজেপিতে পাঠিয়ে নিজের রাস্তা খোলা রাখছেন | ফের নির্বাচনের মুখে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, সরগরম জেলার রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *