Breaking News

পূর্ব বর্ধমানের শক্তিগড়ে অবশেষে খোঁজ মিলল প্রেসিডেন্সির নিখোঁজ পড়ুয়ার ! প্রায় ২৪ ঘণ্টা পর মিলল খোঁজ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে প্রায় ২৪ ঘণ্টা পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ পড়ুয়া সৌম্যদীপ মণ্ডলের খোঁজ মিলল | শুক্রবার সকালে পুর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে তাকে উদ্ধার করেছে রেল পুলিশ | উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাটের বাসিন্দা সৌম্যদীপ | বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিল কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ পড়ুয়া সৌম্যদীপ মণ্ডল | সৌম্যদীপ উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাটের বাসিন্দা| এদিন সকালের পর থেকে ছেলের কোনও খোঁজ না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েন তার পরিবারের লোকজন | পরিজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন | কিন্তু কোথাও তার হদিশ পাওয়া যায়নি | অবশেষে শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে তার দেখা মেলে | সেখান থেকে ওই পড়ুয়াকে উদ্ধার করে আরপিএফ | পুলিশকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে | পুলিশকে ওই পড়ুয়া জানায়, ‘আমি বসিরহাট ফিরতে চাই |’ রেল পুলিশ সূত্রে খুবর, সৌম্যদীপকে যখন উদ্ধার করা হয় সেই সময় তাকে বিধ্বস্ত অবস্থায় থাকতে দেখা যায় | সেই সময় অনমনস্ক ছিল সে | কিন্তু কীভাবে ওই পড়ুয়া শক্তিগড়ে পৌঁছল বা কেন সেখানে গেল সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও |সেখান থেকে তাকে বটতলা থানায় নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে | ইতিমধ্যে সৌম্যদীপকে তার বাবার হাতে তুলে দিয়েছেন আরপিএফ আধিকারিকরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *