দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হল বিধানসভায় | এবারে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনলেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক | এই নিয়ে গত এক বছরে তৃতীয়বার স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল বিরোধী দলনেতার বিরুদ্ধে | শুক্রবার রাজ্য বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে পার্থ ভৌমিকের আনা এই স্বাধিকার ভঙ্গের অভিযোগ গ্রহণ করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় | তিনি জানিয়েছেন, শুভেন্দুর বিরুদ্ধে আনা এই স্বাধিকার ভঙ্গের অভিযোগ বিধানসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হচ্ছে | ওই কমিটিই বিষয়টি নিয়ে তদন্ত করবে এবং রিপোর্ট জমা দেবে | উল্লেখ্য শুভেন্দু ছাড়াও এর আগে বিজেপির চার বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছিল তৃণমূল | যদিও বিজেপির অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই বার বার এই ধরনের স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হচ্ছে শুভেন্দুর বিরুদ্ধে যাতে তিনি বিধানসভার অধিবেশনে যোগ দিতেই না পারেন | কার্যত বিরোধী দলনেতাকে বাদ রেখেই অধিবেশন চালিয়ে নিয়ে যেতে চাইছে তৃণমূল, এমনটাও অভিযোগ বিজেপির | তৃণমূল বিধায়কের আনা অভিযোগ গ্রহণও করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় | শুভেন্দুর বক্তব্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হল বলে জানিয়েছেন অধ্যক্ষ | এবার শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট দেবে প্রিভিলেজ কমিটি | বলে রাখা দরকার, বিধানসভার বিরোধী দলনেতা হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠল | এর আগে বিজেপিরই চার বিধায়ক তাঁর বিরুদ্ধে স্বাধিকার অভিযোগ আনেন |প্রসঙ্গত, বিধানসভায় শৃঙ্খলার প্রশ্নে শুভেন্দু বরাবর বিতর্কে| গত বাজেট অধিবেশনে নিয়ম ভেঙে সাসপেনশনের মুখেও পড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা | বাদল অধিবেশনে আলোচনা চলাকালীন তৃণমূল বিধায়কদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা | যার জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় | বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত | শেষপর্যন্ত বৃহস্পতিবারই তাঁর সাসপেনশন প্রত্যাহার হয়েছে | এর মধ্যেই ফের নতুন করে স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে |