Breaking News

এবার ‘এক ডাকে অভিষেক’‌, ডায়মন্ডহারবারের মানুষদের অভাব-অভিযোগ জানতে হেল্পলাইন অভিষেকের !

প্রসেনজিৎ ধর :- করোনা নিয়ন্ত্রণ করতে চালু করেছিলেন ‘ডায়মন্ড মডেল’ | শুধু ডায়মন্ডহারবারই নয়, দক্ষিণ ২৪ পরগণায় বেশ জনপ্রিয় হয়েছিল ওই মডেল | বিভিন্ন মহলের সুমানও কুড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মডেল | এবার ডায়মন্ডহারবারের মানুষদের সাহায্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করছেন একটি হেল্পলাইন, নাম দিয়েছেন ‘এক ডাকে অভিষেক’| তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আজ, শনিবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের মানুষদের জন্য হেল্পলাইন নম্বর (৭৮৮৭৭৭৮৮৭৭) চালু করছেন অভিষেক | যে কোনও সাহায্যের জন্য এই নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে | সরাসরি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মানুষজনের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে উঠবে | এমনকী নিজেও কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | সূত্রের খবর, একদিকে পঞ্চায়েত নির্বাচন ২০২৩ সালে | অন্যদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য নতুন জনসংযোগ কর্মসূচি শুরু করা হচ্ছে | যার নাম দেওয়া হয়েছে ‘এক ফোনে অভিষেক’| যে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, তার মাধ্যমে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারবেন নিজের সমস্যার কথা | ‘দিদিকে বলো’ মডেলের মতোই এই ‘এক ফোনে অভিষেক’ চালু করা হচ্ছে | রাজনৈতিক মহল মনে করছে এরকম হেল্পলাইন খোলার উদ্দেশ্য হল লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়ানো | করোনার সময়ে দেখা দিয়েছিল, করোনা নিয়ন্ত্রণে ডায়মন্ড মডেল চালু করার পাশাপাশি, রোগীদের চিকিত্সা, তাদের ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে ভ্যাকসিন দেওয়ার মতো কাজও দাঁড়িয়ে থেকে করেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ |এই বিষয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‌এক ফোনে একলাখ ও দিদিকে বলো–কে মিলিয়ে কেউ কিছু নতুন করেছেন বলতেই পারেন | কিন্তু ডায়মন্ডহারবারের চিটফান্ডে যে হাজার হাজার ছেলেমেয়ের লাখ লাখ টাকা লোপাট হয়ে গেল তা তারা ফেরত পাবে তো?’‌ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‌উনি একজন নির্বাচিত সাংসদ | তিনি তাঁর নির্বাচনী কেন্দ্রের মধ্যে একটি পদ্ধতি নিয়ে এসেছেন, যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায় | জনসংযোগের জন্য তিনি তা করতেই পারেন | কিন্তু আসলে তো এটি একটি পরিবারতান্ত্রিক দল | ’‌ এ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সাধারণ মানুষের কাছাকাছি থাকতে চাইছেন | অর্থাৎ তৃণমূল যে কত নিবিড়ভাবে মানুষের পাশে থাকে তা প্রমাণ হল | বিরোধীদের কথা বলার মুখ নেই |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *