Breaking News

কলকাতা পুরসভার সঙ্গে গাঁটছড়া লন্ডন ও ম্যাঞ্চেস্টার কর্পোরেশনের!ব্রিটিশ সরকারের আমন্ত্রণে মেগা সিটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন পুরকর্তারা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার লন্ডন এবং ম্যাঞ্চেস্টার দুই কর্পোরেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধছে কলকাতা পুরসভা | তাই ব্রিটিশ সরকারের আমন্ত্রণে মেগা সিটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন পুরকর্তারা | জানা গিয়েছে, সেখানেই ইংল্যান্ডের দুই কর্পোরেশনের সঙ্গে একাধিক মউ স্বাক্ষরও করবেন কলকাতা পুরসভার কর্তারা | তারপর কলকাতা শহরে আরও উন্নত নাগরিক পরিষেবা নিয়ে আসা হবে বলে খবর | কলকাতা পুরসভা সূত্রে খবর, আগামী ২৭ জুন পুরসভার কমিশনার বিনোদ কুমারকে নিয়ে লন্ডন রওনা হওয়ার কথা ডেপুটি মেয়র অতীন ঘোষের | রাজ্যে বর্ষা সামলাতে ব্যস্ত থাকবেন বলে মেয়র ফিরহাদ হাকিম যাচ্ছেন না| দুই ব্রিটিশ শহরে নানা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করবেন এবং কলকাতার সবুজায়ন ও পরিবেশ নিয়ে নানা কথাও তুলে ধরবেন ডেপুটি মেয়র | এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌মেয়র না গেলেও কলকাতা তো উন্নয়নে পিছিয়ে থাকতে পারে না | তাই ডেপুটি মেয়র যাচ্ছেন | দুই ব্রিটিশ শহরের সঙ্গে আমাদের বেশ কিছু মউ চুক্তি হবে |’‌ ২৭ জুন ডেপুটি মেয়র লন্ডন যাবেন এবং ফিরবেন ৩ জুলাই | আর ডেপুটি মেয়র অতীনবাবু বলেন, ‘‌ব্রিটিশ সরকারের সুসংহত মেগাসিটি প্রকল্পগুলি যেমন আমরা সরেজমিনে দেখব, তেমনই কলকাতার নানা উন্নয়নও আমরা দেখাব |’‌২০১০ সালে কলকাতা পুরভোটে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে তিলোত্তমাকে লন্ডন করার প্রস্তাব ছিল | কলকাতাকে লন্ডন করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আর তারপর থেকে শহরের দুর্গন্ধযুক্ত ভ‌্যাট সরিয়ে ফেলা হয়েছে | সাদা এলইডি আলোয় শহরে মুড়ে ফেলা হয়েছে | ত্রিফলা বাতিতে সেজে উঠেছে তিলোত্তমা কলকাতা | গঙ্গার ঘাট থেকে শুরু করে শহরের রাস্তাঘাট, পার্ক, বাগান সাজিয়ে তোলা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *