Breaking News

আবাস যোজনায় ‘বাংলা’ মুছে ‘প্রধানমন্ত্রীর’ নাম যুক্ত না করলে কেন্দ্র এই প্রকল্পে আর টাকা দেবে না রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের!

প্রসেনজিৎ ধর :- আবাস যোজনার নাম ঘিরে এবার কেন্দ্র-রাজ্যের মধ্যে সংঘাতের আবহ | আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্র এই প্রকল্পে আর টাকা দেবে না, সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষে এই মর্মে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে বলেও কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে | এতদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের নামবদল করে সাধারণ মানুষকে রাজ্যের তৃণমূল সরকার ভুল বোঝাচ্ছে বলে বারংবার অভিযোগ তুলেছে বিজেপি | এবার সেই অভিযোগে সাড়া দিয়ে কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দিয়ে একথা জানানো হয়েছে | প্রসঙ্গত,২০১৬-১৭ আর্থিক বছর থেকে রাজ্যে চালু হয় বাংলা আবাস যোজনা প্রকল্প | মূলত বাড়ি না থাকলে বা যাদের মাটির বাড়ি আছেন তারা প্রকল্পটির সুবিধা পান | কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, নামবদল নিয়ে ২০১৭ সালের ৩১ অগস্ট চিঠি দেওয়া হয় রাজ্যকে | এর পরে ২০২২ সালের ১২ মে আরও একটি চিঠি দেওয়া হয়েছে | তার পরেও রাজ্যের থেকে সদুত্তর না পেয়েই এ বার টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্র | প্রসঙ্গত, সম্প্রতিই তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করে| সেখানে আবাস যোজনা বাবদ কেন রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয় | এরপরেই গিরিরাজের মন্ত্রক চিঠি পাঠাল নবান্নকে | কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, চিঠিতে এটাও বলা হয়েছে যে, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালানোর যে নিয়মাবলী রয়েছে, নামবদল তারও পরিপন্থী | রাজ্যে আবাস যোজনার নামে ‘প্রধানমন্ত্রী’ বদলে ‘বাংলা’ করায় নিয়মভঙ্গ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে | প্রসঙ্গত, কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মিনার নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে নালিশও করেন গত ২১ এপ্রিল |তাঁর অভিযোগ ছিল, তিনটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম যথাক্রমে বাংলা আবাস যোজনা, মিশন নির্মল বাংলা এবং বাংলা গ্রামীণ সড়ক যোজনা বলে উল্লেখ করে বাস্তবায়িত করা হচ্ছে| এটাকে ‘ইচ্ছাকৃত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও দাবি করেন শুভেন্দু |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *