Breaking News

রামপুরহাটের নৃশংস হত্যাকাণ্ড বগটুই কাণ্ডে প্রথম চার্জশিট সিবিআইয়ের!আনারুল-সহ ১৮ জনের নাম উল্লেখ চার্জশিটে

দেবরীনা মণ্ডল সাহা :- বগটুই-কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই | সোমবার রামপুরহাট আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই |বীরভূমের বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের মামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সিলবন্ধ খামে চার্জশিট পেশ করেছে সিবিআই | প্রায় ৯০ দিনের মাথায় চার্জশিট পেশ করা হল | প্রসঙ্গত, গত ২১ শে মার্চ রামপুরহাটের বগটুই গ্রাম নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছিল | একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ করে বন্ধ ঘরে পুড়িয়ে মারা হয়েছিল শিশু সহ পরিবারের অন্যান্য সদস্যদের | সেই ঘটনার তদন্ত ভার আদালতের তরফ থেকে দেওয়া হয় সিবিআইকে | আর এবার সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ আজ সোমবার আদালতে প্রথম চার্জশিট পেশ করবে সিবিআই | সূত্রের খবর , সেই চার্জশিটে আনারুল হোসেন সহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে | পাশাপাশি এই ঘটনার সঙ্গে সম্পর্কিত ছিল তৃণমূল নেতা ভাদু শেখের খুন | ২৪ মার্চ তৃণমূল নেতা আনারুল হোসেনকে গ্রেফতার করা হয় | ২৫ মার্চ উচ্চ আদালতের নির্দেশে বগটুই গণহত্যা-কাণ্ডের তদন্তভার সিবিআই গ্রহণ করে | সিবিআই-এর আইজি অখিলেশকুমার সিংহের নেতৃত্বে বগটুই গ্রামে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা | তখন আগুনে পোড়া বাড়িগুলি থেকে নমুনা সংগ্রহ করা হয় | ঘটনাস্থলের ছবি, ভিডিয়োগ্রাফি, ম্যাপ, স্কেচ শুরু করে এফএসএল টিম | টোটো ও মোটরবাইকে জ্বালানি ও বোমা বহন করার অভিযোগে বগটুই সংলগ্ন কুমাড্ডা গ্রামে তিনটি টোটো ও একটি বাইকও নজরে ছিল সিবিআই আধিকারিকদের | মূল অভিযুক্ত লালন শেখের বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারী দল | পরে সিবিআই মুম্বই থেকে চার জন এবং বগটুই থেকে দু’জনকে গ্রেফতার করে | এখনও পর্যন্ত বগটুই গণহত্যা-কাণ্ডে ২৭ জন গ্রেফতার হয়েছে | তাদের মধ্যে দু’জন নাবালক জামিনে রয়েছে | ভাদুর খুনের প্রতিশোধ নেওয়ার জন্যই বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে হত্যা করা হয়েছিল বলে জানা যায় | বগটুই কাণ্ডে আদালতের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল আর তারপরে ভাদু শেখ এর হত্যাকান্ড সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় |কারণ আদালতের মনে হয় যে এই দুটি ঘটনা পরস্পর সম্পর্কিত | তাই একটির সিবিআই তদন্ত করা হলে এবং অন্যটি রাজ্য পুলিশ তদন্ত করলে কোথাও ফাঁক থেকে যেতে পারে | সেই কারণে দুটি ঘটনার ৮৯ দিন পরে আজ আদালতে চার্জশিট পেশ সিবিআই-এর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *