Breaking News

যশবন্তের বিরুদ্ধে কোন বিরূপ মন্তব্য নয়, আলিমুদ্দিনকে নির্দেশ শীর্ষ নেতৃত্বের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ঐক্যের প্রার্থী যশবন্ত সিনহা, সেখানে সিপিআইএম এই প্রার্থীকে সমর্থন করেছে | কিন্তু বঙ্গ–সিপিআইএম নেতারা কানাঘুষো মন্তব্য করতে শুরু করেছেন | এমনকী সিপিআইএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যও সংবাদমাধ্যমে মুখ খুলেছেন বলে খবর | এবার যশবন্ত সিনহার বিরুদ্ধে কোনভাবেই মুখ না খোলার নির্দেশ দেওয়া হলো বঙ্গ সিপিএমকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে| প্রসঙ্গত, গত ১৬ ই জুন একাধিক অবিজেপি দলগুলোকে নিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | যেখানে সিপিআই ও সিপিআইএম যোগদান করেছিল | সেখানে কেরলের মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন ও কেরল সিপিএম রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণনের সঙ্গে কথা বলেই এলমারাম করিমকে প্রতিনিধি হিসেবে বৈঠকে পাঠিয়েছিলেন সীতারাম ইয়েচুরি, বিষয়টি নিয়ে বঙ্গ সিপিএমের সঙ্গে কোনো রকম আলোচনা হয়নি | যার ফলে সিপিএমের বঙ্গ নেতৃত্বকে সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় |এই পরিস্থিতিতে বঙ্গ সিপিএমকে সতর্ক করল দলের কেন্দ্রীয় নেতৃত্ব | কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, যশবন্ত সিনহা যেহেতু তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতির পদত্যাগ করেছেন | তাই, তাঁকে সমর্থনের ক্ষেত্রে দলের কোন সমস্যা নেই | নির্দল প্রার্থী যশবন্ত সিনহাকে দল সমর্থন করছে, তাঁর বিরুদ্ধে কোন বিরূপ মন্তব্য করা যাবে না | শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আরও জানানো হল, সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে দিল্লি থেকে গেরুয়া পতাকা মুছে ফেলার লক্ষ্য নিয়ে যেহেতু সমস্ত বিরোধীদল ঐক্যমত্যে পৌঁছেছে | তাই যেন দলের পশ্চিমবঙ্গ শাখা রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে ভিন্ন পথে না যায় | শীর্ষ নেতৃত্বের এই নির্দেশ প্রসঙ্গে সুজন চক্রবর্তী জানান, বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত | তাই এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করা অনুচিত| সিপিএম সূত্রে খবর, ইয়েচুরিরা মনে করছেন, যশবন্ত সিনহা তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতির পদ ছাড়ায় তাঁকে সমর্থনের ক্ষেত্রে পার্টিগত কোনও অসুবিধা রইল না |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *