নিজস্ব সংবাদদাতা, হুগলি :- রক্তদান জীবন বাঁচায় | যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানে সচেতনতা বাড়াতে হবে|”কোন্নগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ” আয়োজিত দ্বিতীয় বার্ষিক “স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল ১৯শে জুন,রবিবার বিদ্যালয়ের নরেন্দ্রনাথ ব্যানার্জী সভাগৃহে|
এবারের শিবির উৎসর্গীকৃত করা হয়েছিল ছাত্র সংসদের প্রাণপুরুষ প্রাক্তন যুগ্ম-সম্পাদক সদ্য প্রয়াত মিহির কুমার ভট্টাচার্য মহাশয়ের নামে| এবারের শিবিরে দুইজন মহিলা সহ মোট ৩৮ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন | সেই রক্ত দরকারে মানুষদের প্রাণ বাঁচাতে লাগবে| সেই রক্ত সংগ্রহ করেছে এসএসকেএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে |
এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশন অফ ভলিউন্টারি ব্লাড ডোনোর্স, ওয়েস্ট বেঙ্গল | অনুষ্ঠানে এসোসিয়েশনের পক্ষে স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত ছিলেন অভিজিৎ বিশ্বাস, অতসী বিশ্বাস, আশিস মুখার্জী ও শিশির চ্যাটার্জী প্রমুখরা | এঁরা সকলেই একাধারে কোন্নগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের প্রাক্তনী বিশিষ্ঠ অতিথি| এছাড়া উপস্থিত ছিলেন ১২৫ বারের স্বেচ্ছায় রক্তদাতা প্রশান্ত দাস, কোন্নগরের পুরপ্রধান ও উপ-পুরপ্রধান যথাক্রমে স্বপন কুমার দাস ও গৌতম দাস, প্রাক্তন বিধায়ক ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ী প্রবীর ঘোষাল, বিশিষ্ঠ ভারতীয় ফুটবলার সুদীপ চক্রবর্তী, প্রমুখ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ | রক্তদান শিবিরে যাঁরা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন অনুষ্ঠানের আয়োজকরা |