দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসিতে নিয়োগ নিয়ে দুর্নীতি কাণ্ডে সরগরম রাজ্য | এই অবস্থায় হইচই পড়েছে বাম জমানায় সরকারি চাকরিতে নিয়োগের একটি দুর্নীতির অভিযোগ নিয়ে | বেআইনি নিয়োগের অভিযোগে এবার ৬১৪ জনকে বরখাস্ত করার নির্দেশ দিল স্যাট | ২০১০ সালে নিয়ম ভেঙে খাদ্য দফতরে নিয়োগ করা হয়েছিল ৬১৪ জন গ্রুপ–ডি কর্মীকে| অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের চাকরি বাতিল করে দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল(স্যাট)| ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সিপিআইএম খাদ্য দফতরে ইন্টারভিউয়ের নামে প্রহসন করে ‘গ্রুপ ডি’ পদে ৬১৪ জনকে নিয়োগ করেছিল | এই মামলায় কলকাতা হাইকোর্টও একটি পর্যবেক্ষণে জানিয়েছিল, নিয়োগের নামে প্রহসন হয় | ওই পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল(স্যাট) রায় দিয়েছে ২০১০ সালে নিয়ম ভেঙে যে ৬১৪ জনকে নিয়োগ করা হয়েছিল তাদের প্রত্যেককেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে | এই বিষয়ে সংশ্লিষ্ট সিলেকশন বোর্ডের পাঁচ সদস্য–সহ যুক্ত অন্যান্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার নির্দেশও দিয়েছে স্যাট | নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের শাস্তি দিতে বিভাগীয় তদন্ত–সহ সম্ভাব্য সব পদক্ষেপ করতে বলা হয়েছে খাদ্য দফতরকে | এমনকী আট সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে স্যাটের বিচারপতি সৌমিত্র পাল ও প্রশাসনিক সদস্য সৈয়দ আহমেদ বাবার বেঞ্চ| আদালত সূত্রে খবর, ২০০৮ সালে ‘গ্রুপ ডি’ পদে নিয়োগের জন্য খাদ্য দফতর বিজ্ঞপ্তি জারি করে | ২০১০ সালে ৬১৪ জনকে নিয়োগ করা হয় | এই নিয়োগের বিরুদ্ধেই ২০১২ সালে স্যাটে মামলা হয় | স্যাট মামলাটিকে কলকাতা হাইকোর্টে পাঠায় | ২০১৬ সালে কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি নিশীথা মাত্রের বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, একদিনে ৮০০ জনের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা একটা প্রহসন ছাড়া কিছুই নয় | স্যাটে এই মামলায় সরকারপক্ষের আইনজীবী ছিলেন গৌতম পাঠক বন্দ্যোপাধ্যায় | তিনি বলেন, ‘রায়ের বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছে | সরকার বিষয়টি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ করবে |’