প্রসেনজিৎ ধর:- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণেও দলের অফিসিয়াল ফেসবুক পেজে ব্রাত্য করে রাখা হল দিলীপ ঘোষকে | রাজ্য জুড়ে বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছে বিজেপির একাধিক হেভিওয়েট নেতা | সেই শ্রদ্ধা জ্ঞাপনের ছবি দলের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে | পশ্চিমবঙ্গ বিজেপির ফেসবুক পেজে রাজ্য স্তরের অনেক নেতার শ্রদ্ধা জ্ঞাপনের ছবি থাকলেও নেই দিলীপ ঘোষের ছবি | অথচ ওইদিনই দিলীপ ঘোষ জলপাইগুড়িতে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়েছন | দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপবাবু এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে ব্যস্ত ছিলেন | সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি দলীয় প্রার্থীদের নিয়ে ছয়-ছয়টি রোড শো করেন | প্রতিটি কর্মসূচিতেই তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন | যার ছবি তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে | কিন্তু রাত ন’টা পর্যন্ত দলের ফেসবুকে জায়গা পাননি মেদিনীপুরের এমপি | যদিও সেখানে সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা, একাধিক বিধায়ক এবং নেতার ছবি পোস্ট করা হয়েছে | ফলে গোষ্ঠীদ্বন্দ্বই ফের প্রকট হয়েছে | বৃহস্পতিবার রেড রোড, কেওড়াতলা মহাশ্মশান ও রাজ্য দফতরে শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি নেতারা | ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা-সহ অন্যান্যরা | আবার দক্ষিণ দিনাজপুর জেলা পার্টি অফিসে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানান দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | সেইসব ছবি রাজ্য বিজেপির ফেসবুক পেজে রয়েছে | কিন্তু জলপাইগুড়িতে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে, সেখানে অনুষ্ঠানে দিলীপ ঘোষের কোনও ছবি দলের ফেসবুক পেজে দেওয়া হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ শিবিরের লোকজন | বিজেপির বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের বিভিন্ন কমিটি থেকে পুরনোদের বাদ দিয়েছেন, যা নিয়ে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ | এমনকি সুকান্ত মজুমদারের ‘অভিজ্ঞতা কম’ বলেও মন্তব্য করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি | ওয়াকিবহাল মহলের প্রশ্ন, সেই কারণে কি দিলীপের বিভিন্ন কর্মসূচির ছবি দলের অফিসিয়াল ফেসবুক পেজে না দেওয়ার সিদ্ধান্ত?