দেবরীনা মণ্ডল সাহা :- জিটিএ নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা আর থাকল না | কলকাতা হাইকোর্ট এই নির্বাচন নিয়ে হওয়া মামলায় হস্তক্ষেপ করল না | বরং নির্বাচন এবং ফল ঘোষণায় কোনও বাধা নেই বলেই জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য | সুতরাং নির্ধারিত দিনেই হবে জিটিএ নির্বাচন | পাহাড়ে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিন্সস্ট্রেশনের নির্বাচন আগামী রবিবার অর্থাৎ ২৬ জুন | সেই নির্বাচনে প্রচারের সময়সীমা শেষ হচ্ছে এদিন অর্থাৎ শুক্রবার বিকালেই | তার আগে এই নির্বাচন হওয়া ঠেকাতে মামলা দায়ের করা হয়েছিল সুবাস ঘিসিং ও মন ঘিসিংয়ের দল জিএনএলএফ-এর তরফে | সেই মামলার শুনানি শুরু হয়েছিল আগেই | শুক্রবার সেই মামলাতেই কলকাতা হাইকোর্ট নির্বাচনের ওপর কোনওরকম হস্তক্ষেপ করতে রাজি হল না | অর্থাৎ আগামী রবিবার পাহাড়ে জিটিএ নির্বাচনের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না | জিটিএ নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল জিএনএলএফ | তাঁদের দাবি ছিল, সংবিধান সংশোধন না করে এই নির্বাচন করা যাবে না | কারণ সংবিধান সংশোধন না করেই ২০১১ সালে জিটিএ গঠন হয়েছিল। তাই পুরনো ভোট প্রক্রিয়া অবৈধ | আজ, শুক্রবার সেই মামলার রায়দান করল কলকাতা হাইকোর্ট | জিটিএ নির্বাচন নিয়ে এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, ‘জিটিএ নির্বাচনে কোনও বাধা নেই | নির্ধারিত দিন অর্থাৎ ২৬ জুনই নির্বাচন হবে | ফলাফল ঘোষণার ক্ষেত্রেও কোনও বাধা থাকছে না |’ আগামী ২৬ জুন পাহাড়ে জিটিএ নির্বাচন ঘোষণা করা হয়েছে | সর্বদলীয় বৈঠক করে তা জানিয়ে দেওয়া হয়েছিল | তারপরই বিজ্ঞপ্তি জারি করা হয় | উল্লেখ্য, এই নির্বাচন নিয়ে অনশনে বসেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং | জিটিএ নির্বাচনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গেরুয়া বাহিনীর ইন্ধনে মামলা দায়ের করেছিল জিএনএলএফ | তবে আজ যে রায় দেওয়া হয়েছে তাতে তাদের মুখ পুড়ল বলে মনে করা হচ্ছে |