প্রসেনজিৎ ধর :- ২১ জুলাইয়ের সমাবেশে ২টো বাস ভরাতে না পারলে সেই কাউন্সিলরের ওয়ার্ডে বন্ধ থাকবে উন্নয়নমূলক কাজ | দলীয় সভায় এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে | পশ্চিম বর্ধমানের কুলটির তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্যের বক্তব্যের সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে | ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে বক্তব্য রাখছেন কুলটির ব্লক তৃণমূল সভাপতি বিমান আচার্য | তিনি বলেন, “আমি এবং উজ্জ্বল চট্টোপাধ্যায় কেউই আসানসোলের নেতাদের পাত্তা দিই না|” এরপরই তিনি বলেন, ‘২১ জুলাই কুলটির প্রতিটি ওয়ার্ডে দুটো করে বাস দেওয়া হবে | বাস দুটো ভর্তি করে লোক নিয়ে যেতে হবে | ২-৪ জন লোক একটা বাসে তুলে নিয়ে গেলে হবে না| সেজন্য এখন থেকে বাড়ি বাড়ি প্রচার করতে হবে | যে কাউন্সিলর এটা করবেন না, তাঁর ওয়ার্ডে যাতে কাজ না হয় তার ব্যবস্থা করা হবে |’ এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা | তবে বিমান আচার্য নিজের বক্তব্যের সমর্থনে বলেন, আসানসোলের কিছু নেতার প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন| মলয় ঘটক বা বিধান উপাধ্যায়কে না মানলে দলে থাকার কোনও অধিকার নেই তাঁর | কাউন্সিলরদের চাপে রাখতেই তিনি এ কথা বলেছেন | কারণ দলের টিকিটেই তারা কাউন্সিলর হয়েছেন |ডেপুটি মেয়র দলের জেলা সম্পাদক তথা মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক বলেন কুলটি ব্লক সভাপতি যে বক্তব্য রেখেছেন তাঁর একান্ত ব্যক্তিগত মত, দল সমর্থন করে না | যদি ওই বক্তব্যের মধ্যে কোন অন্যায় থাকে তাহলে দল ব্যবস্থা নেবে |এ বিষয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দিলীপ দে বলেন, ‘তৃণমূল নেতারা এতদিন জনগণকে হুমকি দিতেন এখন দলের নেতাদেরও হুমকি দিচ্ছেন | নীতি – আদর্শহীন দলে এরকমই হয় |’