প্রসেনজিৎ ধর, কলকাতা :- শেষরক্ষা করা গেল না | দমকল, পুলিশ, চিকিৎসক থেকে সাধারণ মানুষ সকলের চেষ্টা সত্ত্বেও নিউরো সায়েন্সের আট তলার জানালার কার্নিশ থেকে ঝাঁপ দিলেন রোগী | হাত ফস্কে সাততলার জানলার কার্নিশ থেকে সোজ নীচে পড়লেন রোগী | আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| এদিন বেলা ১১টার দিকে আচমকা মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ৮ তলার কার্নিশে এক রোগী উঠে পড়েন | তা দেখে হতবাক হয়ে যান হাসপাতালের কর্মীরা| খবর দেওয়ার হয় দমকলে | দমকল কর্মীরা অনেক চেষ্টা করেও ওই রোগীকে নামাতে পারেননি | অবশেষে ঘণ্টা দেড়েক পর ঝাঁপ দেন ওই রোগী |
নার্ভের সমস্যা নিয়ে সেখানে ভর্তি ছিলেন | সকালে জানালার কার্নিশে চলে আসায় তাঁকে সেখান থেকে নামানোর চেষ্টা চলছিল | দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছিলেন | কিন্তু হঠাৎ কার্নিশ থেকে ঝাঁপ দেন তিনি | ফলে তাঁকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। আইএনকে’র উঠোনে পড়েন ওই রোগী | রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে রোগীকে | শারীরিক অবস্থা সংকটজনক | সূত্রের খবর, স্নায়ুরোগে আক্রান্ত ওই ব্যক্তি আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছিলেন কয়েকদিন ধরে | কারণ তিনি অবসাদে ভুগছিলেন | বিষয়টি কেউ তেমন পাত্তা দেননি | এবার সে ঘুরে দেখেন জানালা দিয়ে কার্নিশে যাওয়া যায় | আর তারপর এটাই হবে আত্মহত্যার সুবিধাজনক জায়গা বলে মনে করেন তিনি | সেটা বুঝে ফেলার পর জানালা দিয়ে ওই রোগী আত্মহত্যা করতে কার্নিশে চলে আসেন | আর আট তলা থেকে ঝাঁপ দিয়ে দেন।অনেক চেষ্টা করে কিছুতেই তাঁকে সেখান থেকে নামানো যাচ্ছিল না| হাইড্রোলিক ল্যাডার দিয়ে তাঁকে নামানোর চেষ্টা করা হচ্ছিল | সেখানে রোগীর পরিবারের সদস্যদের নিয়ে এসেও নামানোর চেষ্টা চলে | কিন্তু কার্নিশ থেকেই চিৎকার করে রোগী বলেন, ‘ওকে ওপরে তোলা হলে আমি এখনই ঝাঁপ দেব |’এই বলে ঝাঁপ দিয়ে দেন | হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে | যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি| এ বিষয়ে বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ গোপীনাথ ভাণ্ডারি বলেন, “কলকাতা পুলিশ বিপর্যয় বাহিনী, দমকল এত ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও রোগীকে বাঁচানো গেলো না | কেন এই ঘটনা ঘটল জানিনা | হাতে সময় পাওয়া না গেলে অন্যবিষয় ছিল কিন্তু এতটা সময় পাওয়ার পরও কিছু করা গেল না| অবাক হচ্ছি | এর কোনও উত্তর খুঁজে পাচ্ছি না |’ এদিন এই কাণ্ড দেখতে মল্লিকবাজার মোড়ে ভিড় করেছেন প্রচুর মানুষ | যার জেরে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয় |