Breaking News

‘গরু পাচারের সঙ্গে জড়িত, পিঠ বাঁচাতে পদত্যাগ করেছেন’, হুমায়ুন কবীরের ইস্তফায় মন্তব্য লকেটের

প্রসেনজিৎ ধর :- চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর ২৯ শে জানুয়ারি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন | এইবার তাঁকে নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় | হুমায়ুন কবীরের পদত্যাগ নিয়ে বিজেপি নেত্রী লকেটের অভিযোগ ,’সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল | গরু পাচারের সঙ্গে জড়িত | পিঠ বাঁচাতেই পদত্যাগ করেছেন’| এমনকি চন্দননগরের তেলেনিপাড়ায় সংঘর্ষের কথা উল্লেখ করে সদ্য প্রাক্তন পুলিস কমিশনারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি | পুলিস সূত্রে খবর, চাকরি মেয়াদ প্রায় ফুরিয়েই এসেছিল তাঁর | অবসর নেওয়ার কথা ছিল এপ্রিলে |

বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, কর্মজীবন থেকে ইস্তফা দিয়ে কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন হুমায়ুন কবীর? যদিও এ বিষয়ে মুখ খোলেননি চন্দনগরের সদ্য প্রাক্তন পুলিস কমিশনার | উল্লেখ্য, মাস দুয়েক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন তাঁর স্ত্রী অনিন্দিতা দাস| এই পরিস্থিতিতে হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় | মুর্শিদাবাদের পুলিস সুপার থাকার সময়ে একটি ধর্ষণের মামলা নিয়ে বিতর্কে জড়ান হুমায়ুন |এমনকী, একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে সরিয়ে দেওয়া হয় | পরে এই পুলিসকর্তাকে বদলি করা হয় ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (সদর ) পদে | সেখানে বেশ কয়েকদিন কাটিয়ে কলকাতা পুলিসে যুগ্ম কমিশনার পদে যোগ দেন তিনি | এরপর চন্দননগরের পুলিস কমিশনার হিসাবে যোগ দেন। হুমায়ুন কবীর পদত্যাগ করার পর চন্দননগরের পুলিস কমিশনারের দায়িত্ব নিয়েছেন গৌরব শর্মা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *