সৃজিতা মুখার্জী :- বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী একের পর এক বক্তব্যের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের প্রতি তিনি কতটা ক্ষুব্ধ। কখনো জননেত্রী তো কখনো বা ভাইপো মাঝে মাঝেই তাঁর কথায় সাফ আভাস মেলে পুরনো দল নিয়ে ত্তিনি মোটেই সন্তুষ্ট নন।
আর এবার কিনা তাঁর গলায় বামেদের প্রশংসা৷ বুদ্ধদেব ভট্টাচার্য, বিনয় চৌধুরী, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, গীতা মুখোপাধ্যায়, বিশ্বনাথ মুখোপাধ্যায় এবং সুকুমার সেনগুপ্তের মতো সিপিএম নেতাদের নাম করে প্রশংসা তো করেইছেন৷ এছাড়াও প্রকাশ্যেই বাম সমর্থকদের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি৷ এমনকি তিনি এও জানান, “আমি কখনওই বাম রাজনীতির বিরোধী ছিলাম না৷ লক্ষ্মণ শেঠের মতো হার্মাদদের বিরোধিতা করেছি”। এমনকি এই বিশেষ প্রশংসার পেছনেও রয়েছে সোজা অঙ্ক সেকথাও কারো অজানা নয়। কারণ ২০১৬ থেকে ২০১৯-এর মধ্যে এ রাজ্যে বাম এবং কংগ্রেসের থেকে প্রায় ৩৩ শতাংশ ভোট বিজেপি পেয়েছে, আর এইবারের ভোটেও সেই চেস্টাই চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।