নিজস্ব সংবাদদাতা :- ফের দল পাল্টাচ্ছেন উত্তরপাড়ার প্রবীর ঘোষাল| আবার পুরনো দল তৃণমূলে ফিরছেন প্রবীর ঘোষাল? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে | গতকাল কোন্নগরে তৃণমূল ট্রেড ইউনিয়নের একটি রক্তদান শিবিরে দেখা গেলো ভোটের আগে বিজেপিতে যাওয়া প্রবীর ঘোষাল ও কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবকে খোস মেজাজে | সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস, উপ পৌরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলররা |
বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি দলের টিকিটে উত্তরপাড়া থেকে ভোটে লড়ে পরাজিত হন প্রবীর ঘোষাল | এরপর বিজেপি ছেড়ে দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন প্রবীর ঘোষাল | এবার সরাসরি তৃণমূলের ট্রেড ইউনিয়নের রক্তদান শিবিরে তৃণমূল নেতাদের সঙ্গে স্বমহিমায় দেখা গেল প্রবীর ঘোষালকে | আর এরপরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে তাহলে কি প্রবীর ঘোষালের তৃণমূলে ফেরা কি শুধু সময়ের অপেক্ষা?এই বিষয়ে কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব বলেন তিনি রক্তদান শিবিরে আমন্ত্রণ পেয়ে সেখানে গিয়েছিলেন সেখানেই তার সাথে প্রবীর ঘোষালের দেখা |
আর প্রবীর ঘোষাল তো আগে থেকেই তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় লিখছেন আর নিশ্চই তার সাথে দলের উচ্চ নেতৃত্বের কথা হয়েছে,তাই তিনি আবার আগের মতই তৃণমূলের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন | আর তৃণমূল দল কাকে নেবে আর কাকে নেবে না সেটা মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীরা ঠিক করবেন | আর উনি নেতা ছিলেন নেতা হিসেবেই দলে ঢুকবেন,আমরা কর্মী ছিলাম,কর্মীয় থাকবো | তৃণমূলের অনুষ্ঠানে প্রবীর ঘোষালের উপস্থিতি কিছুটা হলেও যে প্রবীর ঘোষালের তৃণমূল দলে ফেরা শুধু সময়ের অপেক্ষা এমনই টাই মনে করছে রাজনৈতিক মহল | তবে এই বিষয়ে প্রবীর ঘোষালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি | সুবিধাবাদীরা ভোটের আগে সুবিধা নিতে এসেছিলো সুবিধা পাইনি তাই পুরোনো দলে ফিরে যাচ্ছে এমনটাই বলেন শ্রীরামপুর জেলা বিজেপির সভাপতি মোহন আদক |