Breaking News

বিধানসভার পিএসি চেয়ারম্যান পদে ইস্তফা মুকুল রায়ের, শারীরিক অসুস্থতার কারণে ছাড়লেন দায়িত্ব!ই-মেলে পাঠালেন ইস্তফাপত্র

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায় | মেয়াদ শেষ হওয়ার কারণেই তিনি ইস্তফা দিয়েছেন বলে খবর | আজ, সোমবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ই–মেল মারফৎ ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর | বিধানসভা সচিবালয় সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন | যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ”চিঠি আমার হাতে আসেনি | হয়তো সচিবালয়ে দিয়েছেন| আমি চিঠি পেলে খতিয়ে দেখে বলব সেটা গ্রহণ করা হবে কিনা|”প্রসঙ্গত, বিজেপির টিকিটে বিধানসভা ভোটে জিতলেও, মমতা-অভিষেকের উপস্থিতিতে মুকুলের তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ হয়। এরপর থেকে তাঁর পিএসি চেয়ারম্যানের পদ নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা চলছেই | আইনি জটিলতাও জারি রয়েছে | সম্প্রতি আরও এক বছর পিএসি-র মেয়াদ বাড়ানো হয়েছে | রাজ্য বিধানসভার ৪১টি গুরুত্বপূর্ণ কমিটির মধ্যে একটি হল পিএসি | মুকুল রায়কে ওই কমিটির চেয়ারম্যান ঘোষণা করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় | পাল্টা অধ্যক্ষের কাছে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানায় গেরুয়া শিবির | জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত | প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে বিজেপি বিধায়ক অম্বিকা রায় মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন | তাঁর দাবি, মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ খারিজ করা হোক | উল্লেখ্য, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে ফের শুনানি হবে, গত ১৮ এপ্রিল এই কথা জানিয়েছিলেন বিধানসভার স্পিকার | ওই দিন সাংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর এক প্রশ্নের উত্তরে স্পিকার বলেছিলেন, আদালত রিমাইন্ডার পাঠিয়েছিল | তা আইন মেনে দেখা হবে | দুই পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে | সেই শুনানিই ছিল গত ১২ মে| তারপর বিধানসভার অধ্যক্ষ ৮ জুন রায় দেন, বিজেপিতেই আছেন মুকুল রায় | তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা সম্ভব নয় | বিধানসভা সূত্রে জানা গিয়েছে, ২ পক্ষের আইনজীবীর দীর্ঘ বক্তব্য শোনার এবং প্রমাণ দেখার পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই রায় দিয়েছিলেন | তারপরে হঠাৎ করেই দেখা গেল এদিন ২৭ জুন, সোমবার পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *