Breaking News

সারদার থেকে টাকা নেন শুভেন্দু অধিকারী এবং ভাই সৌমেন্দু!আদালতে বিস্ফোরক সারদা কর্তা সুদীপ্ত সেন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুভেন্দু অধিকারী বহু লক্ষ টাকা নেন | টাকা নেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারীও | সব কিছু বিস্তারিত দেওয়া আছে সিবিআই-কে, বিস্ফোরক দাবি সুদীপ্ত সেনের| আজ, বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে সুদীপ্ত সেন জানান, সারদাকর্তার দাবি, “শুভেন্দু অধিকারী অনেকভাবে টাকা তুলেছে | কন্টাইতে (কাঁথি) আমাদের একটা হাইরাইজ (বহুতল) করার জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলাম | সমস্ত কাজকর্ম করালেন| লেবার হাটের কাজ যখন শেষ করলাম তারপরেও তিনি আমাদের প্ল্যান পাশ করাননি |” সুদীপ্ত সেনের আরও দাবি, “আগেও ৯০ লক্ষ টাকা নিয়েছিলেন | কন্টাই পুরসভায় টাকা জমা করেছিলাম |” তাঁর আরও অভিযোগ, টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও | শুভেন্দু–সৌমেন্দু অধিকারী ছাড়াও মুকুল রায় এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নামও উল্লেখ করেন সুদীপ্ত সেন | এইসব কথা প্রকাশ্যে চলে আসায় এখন সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি | যে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন সেই তাঁর নামেই এত বড় অভিযোগ | এমনকী তাঁর ভাইদের নাম এবার জড়িয়ে যাওয়ায় গোটা অধিকারী পরিবারে সারদার টাকা ঢুকেছে বলে মনে করা হচ্ছে | এদিন ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছিল সারদাকর্তা সুদীপ্ত সেনকে | আদালতে ঢোকার আগে অধিকারী পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি | বলেন, “আমি শুধু শুভেন্দু অধিকারী নয়, এর আগের চিঠিতে মুকুল রায়, অধীর চৌধুরীর নাম দিয়েছি। দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেছি |”শুভেন্দু, সৌমেন্দু–সহ কারা তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন তা সুদীপ্ত সেন জানিয়েছেন সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আদালতকে | তিনি প্রধান বিচারপতিকে চিঠি পর্যন্ত লিখে বিশদে জানিয়েছেন | একদিন আগেই রাজ্যপালের কাছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল গিয়ে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন | এবার তাতে আরও চাপ বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *