Breaking News

রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর পদকে কর্দমাক্ত করা শিখিয়েছেন, জাগো বাংলায় রাজ্যপালকে তোপ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আবারও তৃণমূল কংগ্রেসের আক্রমণের মুখে রাজ্যপাল | চাঁছাছোলা ভাষায় আক্রমণ করা হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে | রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে আক্রমণ করে বলা হয়েছে তাঁর আগে যারা বাংলার রাজ্যপাল হয়েছেন তাদের সকলকেই দেশের মানুষ এক ডাকে চেনেন | এছাড়াও রাজ্যপাল ধনখড়কে পশ্চিমবঙ্গের রাজ্যপালদের তালিকায় বেমানান বলেও লেখা হয়েছে এখানে | অভিযোগ, তিনি পদ কর্দমাক্ত করছেন| অভিযোগ, এই পদ নিরপেক্ষ হওয়া সত্ত্বেও রাজ্যের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে | আরও বলা হয়েছে, বেশিরভাগ রাজ্যপাল এই পদে রাজনীতির রাস্তায় হাঁটার পরেই এসেছেন | এই পদ আলঙ্কারিক | তবু বর্তমান পরিস্থিতির মত এই অবস্থা কখনও হয়নি | প্রসঙ্গত, সারদা ও নারদা কাণ্ডে বারবার উঠে এসেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম | তবু সিবিআই ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ | বিজেপিতে যোগ দেওয়ার জন্যই তাঁকে রাখা হয়েছে তদন্তের আওতার বাইরে | সঠিক তদন্তের জন্য তাঁকে গ্রেফতার করা হোক| এই দাবি তুলেই রাজভবনে গিয়েছিলেন গত ২৮ জুন তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল | নেতৃত্বে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু | উপস্থিত ছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ | দুজনেই জানিয়েছিলেন, আলোচনা ইতিবাচক | তৃণমূলের পক্ষ থেকে তাঁদের দাবি জানানো হয়েছিল | রাজ্যপাল তাঁর মত জানিয়েছিলেন | কিন্তু এরপরেই ফের রাজ্যকে আক্রমণ করে ট্যুইট করেন রাজ্যপাল | তারই জবাব তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’র প্রতিবেদন বলে মনে করা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *