দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হত্যাকাণ্ডে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই|সম্প্রতি কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল | এমনকী তদন্তের স্বার্থে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল সিবিআইকে | সেই নির্দেশ মেনে এবার নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই |আদালত সূত্রে খবর, ২০১১ সালের মে মাসে খুন হন বালির তৃণমূল কংগ্রেস নেতা তপন দত্ত | সক্রিয় পরিবেশকর্মী ছিলেন তিনি | বালি এলাকায় বেআইনিভাবে জলাভূমি ভরাট করার অভিযোগ তুলে আন্দোলন গড়ে তুলেছিলেন তপন দত্ত | এই আন্দোলন করতে গিয়েই তাঁর মৃত্যু হয়| এই ঘটনাকে নিয়ে মামলা শুরু হয়| জানা গিয়েছে, সিআইডি এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছিল | তদন্ত করে সিআইডি জানিয়েছিল, জলাজমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই তপনবাবুকে খুন হতে হয়েছে | ২০১১ সালের ৩০ অগস্ট তারিখে সিআইডি মামলার প্রথম চার্জশিট পেশ করে | সেখানে রাজ্যের মন্ত্রী অরূপ রায়–সহ কয়েকজন নেতার নাম ছিল | তাই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, সিবিআই তদন্ত চেয়েছিলেন তাঁর স্ত্রীও | উল্লেখ্য, গত ৯ জুন কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে তদন্তে নামে সিবিআই | আর আজ, সোমবার নতুন করে এফআইআর দায়ের করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা | এই এফআইআরের ফলে তদন্তে নয়া মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে | এই ঘটনায় খুশি নিহত তপন দত্তর স্ত্রী প্রতিমাদেবী | তিনি মনে করেন এবার তাঁর স্বামীর প্রকৃত খুনিরা ধরা পড়বে |