দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ | নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানার তরফে সাসপেন্ডেড বিজেপি নেত্রীকে দু’বার তলব করা হয় | কিন্তু একবারও হাজিরা দেননি তিনি। সেই কারণেই এবার বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ | পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মার বিরুদ্ধে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করেছিলেন জনৈক ব্যক্তি | তার ভিত্তিতে গত ২০ জুন তাঁকে হাজিরার জন্য সমন পাঠানো হয় | কিন্তু নুপূর শর্মা নিরাপত্তা ইস্যু তুলে চার সপ্তাহ সময় চান | ই-মেল পাঠিয়ে তিনি জানান, সুরক্ষা নিয়ে চিন্তিত, চার সপ্তাহ সময় দেওয়া হোক | চার সপ্তাহ বাদে ফের সমন পাঠানো হয় তাঁকে। কিন্তু এবারেও তিনি হাজিরা এড়িয়ে যান | একইভাবে আমহার্স্ট স্ট্রিট থানাও বার দুয়েক তলব করে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে | সেই হাজিরাও এড়িয়ে যান তিনি | প্রসঙ্গত, বিতর্কসভায় বসে পয়গম্বরকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার একটা মন্তব্য গোটা দেশে আগুন জ্বালিয়ে দিয়েছিল | আর তার জেরে গোটা দেশজুড়ে অশান্তি দেখা দিয়েছিল | সেই অশান্তি থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গও | গোটা বিষয়টি নিয়ে এতদিন বিরোধীরা মোদী সরকারের মুণ্ডপাত করছিল | শুক্রবার শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় স্বয়ং নূপুরকে | আর শনিবার এই বিজেপির সাসপেন্ড নেত্রীর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ | সুপ্রিম কোর্টের মন্তব্য ছিল, ‘দেশে সাম্প্রতিক যে হিংসা–অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, আগুন জ্বলেছিল, তার জন্য দায়ী শুধুই নূপুর শর্মা | এই জন্য প্রকাশ্যে সমস্ত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর |’ সুপ্রিম কোর্টের এই ভর্ৎসনায় ব্যাকফুটে গিয়েছে নূপুর শর্মা এবং বিজেপি | আর তারপর আজই এই লুকআউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ|