নিজস্ব সংবাদদাতা :- শেষমেশ গেরুয়া উত্তরীয় কাঁধে তুলেই নিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় | শনিবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন | রাজীবের সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল এবং হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী | সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ও|
রাজীব সাংবাদিকদের বলেন,”দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আমায় ডেকেছিলেন। উনি বারবার বলেছেন, আগামিকালের যোগদান গুরুত্বপূর্ণ ছিল | নিজের উদ্যোগে বিশেষ বিমান পাঠিয়েছিলেন| আমি অত্যন্ত আনন্দিত | সম্মানিত | কৃতজ্ঞতা জানাচ্ছি|”এদিন রাজীব বন্দোপাধ্যায় আরও বলেন, “আজকে অমিতজিকে বলেছি, একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে | আরেকদিকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে ও নিরাপত্তা দিতে হবে | মানুষ হতাশায় ভুগছে | তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে | বাংলার মানুষের জন্য স্পেশাল প্যাকেজ চাই | উনি বলেছেন, যদি বাংলা দখল করতে পারি তবে আমি সব চিন্তাভাবনা করব| উনি সবরকম উন্নয়নের স্বার্থে নামবেন বলে জানিয়েছেন।”