Breaking News

তৃণমূলে ভালো মানুষ, কাজের মানুষের জায়গা নেই:বৈশাখীর নিশানায় তৃণমূল

প্রসেনজিৎ ধর :- শনিবারই কলকাতা থেকে বিশেষ বিমানে করে দিল্লিতে অমিত শাহের বাসভবনে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া,হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী | আর এইবার তাঁদের দলত্যাগ নিয়ে তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে তৃণমূল দলকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেত্রী বৈশাখী বন্দোপাধ্যায় | বৈশাখী বন্দোপাধ্যায় বলেন, মমতাকে মমতা করেছে প্রবীর ঘোষালের মত মানুষরা, আর আজ তারাই দলে গুরুত্বহীন তাই তাঁরা তৃণমূল ছেড়েছে | রাজীব বন্দোপাধ্যায়ের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে বৈশাখী বলেন, রাজীব বন্দোপাধ্যায় যুব সমাজের আইকন, রাজীব বন্দোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তি বিজেপির শক্তি আরও বাড়ল বলেও বলেন তিনি | শুধু তাই নয়, বৈশালী ডালমিয়াকে নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্য,বালির বিধায়িকা বৈশালী ডালমিয়াকে কাজ করতে দেয়নি তৃণমূল | তাই সবাই মিলে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন বলেও এদিন অভিযোগ করেন বিজেপি নেত্রী| এমনকি তৃণমূলে ভালো মানুষ আর কাজের মানুষের জায়গা নেই বলেও এদিন কটাক্ষ করেন বিজেপি নেত্রী বৈশাখী বন্দোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *