দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর মন্তব্য’, দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজভবনে তৃণমূল | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করতে হবে, রাজ্যপালের সঙ্গে দেখা করে এমনটাই দাবি জানালে তৃণমূল | বৃহস্পতিবার দুপুরে রাজভবন এসেছিল তৃণমূলের আট সদস্যের প্রতিনিধিদল | রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় এক ঘণ্টার বেশি সময় বৈঠক হয় তাঁদের | বৈঠক শেষে রাজভবনের বাইরে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যে ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করেছেন, তা নিয়ে আমরা রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলাম| তিনি এ রাজ্যের সাংবিধানিক প্রধান, তাই তাঁর কাছে আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন জানিয়েছি|”
তিনি আরও বলেন, “শুধু এ বার নয়, দিলীপ ঘোষ এর আগেও মুখ্যমন্ত্রী প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেছিলেন | মা দুর্গার প্রতিও তাঁর মন্তব্য ছিল অবমাননাকর | এমন এক জন ব্যক্তির আমরা কড়া শাস্তির পক্ষে রাজ্যপালের কাছে সওয়াল করেছি|”এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক তাপস রায়-সহ কুণাল ঘোষ এবং অন্যরা | সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ | সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার টুইট করে প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | তারপরেই দিলীপের বিরুদ্ধে রাজ্যপালের কাছে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়| তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজ্যপালের আচরণ দেখে অনেকেই তাঁকে রাজ্য বিজেপির চিফ পেট্রোন বলে মনে করেন| কিন্তু, এখন রাজ্যপালকে প্রমাণ করতে হবে যে, তিনি সবার রাজ্যপাল | কথায় কথায় তিনি টুইট করেন | কিন্তু এ প্রসঙ্গে এখনও তাঁর অবস্থান তিনি স্পষ্ট করেননি | তবে আমরা আশা করব তিনি অবশ্যই এ বিষয়ে কোনও না কোনও ব্যবস্থা নেবেন |”