Breaking News

পঞ্চায়েত সদস্য-সহ ৩ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ক্যানিংয়ে! ব্যাপক চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর :- তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ, খুনের ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে | দুষ্কৃতীদের হাতে খুন মোট ৩ জন | নিহতদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্য | কে বা কারা এই কাণ্ড ঘটাল, তা এখনও জানা যায়নি | পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে | বৃহস্পতিবার সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি, ভূতনাথ এবং ঝন্টু নামে দুই তৃণমূল সদস্য বাড়ি থেকে বেরোন | তাঁরা প্রত্যেকে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা এলাকার বাসিন্দা| প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁরা তিনজনই বাইক চড়ে যাচ্ছিলেন | পিয়ার পার্কের কাছে দুষ্কৃতীরা তাঁদের পথ আটকায় | এরপর গুলি চালাতে থাকে | তিনজনই রাস্তার পাশে লুটিয়ে পড়েন | সেই সময় তাঁদের গলার নলি কেটে দেওয়া হয় বলেও অভিযোগ | এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা | স্থানীয়রা সেখান দিয়ে যেতে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় তিনটি দেহ পড়ে আছে | মোটরবাইকগুলিও পড়ে আছে | মৃতদেহগুলির পাশে বোমার খোল রয়েছে |
এই খবর চাউর হতেই নিহতদের পরিজনেরাও ঘটনাস্থলে পৌঁছয় | খবর দেওয়া হয় ক্যানিং থানার পুলিশকে | পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় | পুলিশ সূত্রে খবর, গুলি করে খুনের পর গলার নলি কেটে দেওয়া হয় এই তৃণমূল কংগ্রেস নেতা এবং দুই তৃণমূল কর্মীর | কারা এই কাণ্ড ঘটাল তা এখনও স্পষ্ট নয় | গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে | যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, এই ঘটনার পিছনে বিজেপিই আছে | পঞ্চায়েত নির্বাচনে এভাবেই খুন করে জিততে চাইছে তারা | এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে| এলাকা থমথমে রয়েছে | প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা-কর্মীকে খুনের পিছনে থাকতে পারে ব্যক্তিগত কোনও শত্রুতা | সেই কারণেই হয়তো এই নৃশংস হত্যাকান্ড|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *