Breaking News

‘দ্রৌপদী মুর্মুর হয়ে ভোট প্রার্থনা করছি’,দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি দিল বিজেপি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর কলকাতা সফরের ঠিক আগের দিন তাঁকে সমর্থনের আহ্বান জানিয়ে তৃণমূলের সাংসদদের চিঠি দিল বিজেপি | দলের লেটারহেডে লেখা সেই চিঠি পৌঁছেছে তৃণমূলের সমস্ত সাংসদের কাছে | চিঠিতে রয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সই| চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন,দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে যোগ্যতম |রাষ্ট্রপতি নির্বাচনে জয় লাভ করলে তিনিই হবেন দেশের প্রথম জনজাতি মহিলা রাষ্ট্রপতি | পূর্ব ভারত থেকেও প্রথম মহিলা রাষ্ট্রপতি| এ রাজ্যের শাসকদল যাতে এনডিএ প্রার্থীকে সমর্থন করেন, সেই দাবি জানান তিনি |তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, জয় নিশ্চিত হলে আবার সমর্থন প্রার্থনা কেন? তাহলে কি দ্রৌপদী মুর্মুর জয়ের ব্যাপারে কোনও সংশয় রয়েছে বিজেপির? প্রসঙ্গত, রথের দিন দ্রৌপদী মুর্মুকে সমর্থন নিয়ে মুখে খোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় | তিনি বলেন, “আগে থেকে যদি বিজেপি জানাত যে, একজন তফশিলি, আদিবাসী মহিলাকে তাঁরা প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম| বৃহত্তর স্বার্থে বিরোধী ১৬-১৭টা দল বসে সিদ্ধান্ত নিতে পারতাম | সর্বসম্মতিতে একজন প্রার্থী হলে, তা দেশের পক্ষে ভাল হতো | এ পি জে আব্দুল কালামও আগে হয়েছেন | কিন্তু বিজেপি ফোনে কেবল আমাদের মতামত জানতে চেয়েছিল | ওদের মতামত জানায়নি | বৃহত্তর স্বার্থে, সর্বসম্মত প্রার্থী আমি সর্বদা পছন্দ করি |” শনিবার শহরে আসছেন দ্রৌপদী মুর্মু | সকালে নিউ টাউনের হোটেলে তিনি বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবে | সেখানে সকাল ৭টার মধ্যে হাজির হতে বলা হয়েছে সমস্ত বিজেপি বিধায়ককে| বাদ শুধু পবন সিং ও অশোক লাহিড়ি | এর মধ্যে অশোকবাবুর শারীরিক অসুস্থতার জন্য তাঁকে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপি | অর্জুন পুত্র পবন সিংকে আমন্ত্রণ না জানানোর কারণ জানা যায়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *