Breaking News

রাজ্যে ফের বিষ মদের ছায়া! বর্ধমানে মৃত ৪,সব মদের দোকান বন্ধের নির্দেশ,তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর :-রাজ্যে ফের বিষ মদ কাণ্ডের ছায়া?বিষমদ খেয়ে বর্ধমানে প্রাণ হারালেন ৪ জন | আরও একজনের অবস্থা আশঙ্কাজনক |বৃহস্পতিবার বিষমদ খেয়ে বর্ধমানের বাহির সর্বমঙ্গলাপাড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৫ জন | আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখ সুরাবর্দিকে(৩৪) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা | অন্যদিকে, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সেখ আমিন নামে এক ব্যক্তির | সকালে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর | মদ খাওয়ার পর অসুস্থ হয়ে চার জনের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে | ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায় | তাঁর সঙ্গে যায় বিশাল পুলিশ বাহিনী | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড়ের একটি মদের দোকান থেকে দেশি মদ কিনে খেয়েছিল তারা | দেশি মদ খাওয়ার পর থেকেই শুরু হয় বমি, আর তারপর অসুস্থ হয়ে পড়েন ওই মদ্যপায়ীরা | অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় | চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই চারজনের মৃত্যু হয় | মৃত চার জনের মধ্যে দুজনের নাম যথাক্রমে সেখ আমিন ও সেখ সুরাবর্দি| তাঁরা বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকার বাসিন্দা | অন্যদিকে কোথা থেকে কোন মদ খেয়ে মৃত্যু হয়েছে চার জনের তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে তদন্ত শুরু করেছে পুলিশ | মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে | ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা | এদিন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায় | তদন্তকারী আধিকারিকরা একটি হোটেল সিল করে দেন বলে জানা গিয়েছে | বিষমদ কান্ডের জের, বর্ধমান শহরের সব মদের দোকান বন্ধের নির্দেশ জেলা আবগারি দফতরের | তড়িঘড়ি সমস্ত অফ ও অন শপ বন্ধ করল দোকানের মালিকরা | শহরে বিষমদ কান্ডের জেরে যাতে আইনশৃঙ্খলা জনিত কোন সমস্যা না হয় সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *