Breaking News

‘‌রাজ্য সরকার পাশে রয়েছে’‌, অমরনাথ বিপর্যয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী,নবান্নে চালু কন্ট্রোলরুম!অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু বঙ্গ-তনয়ার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অমরনাথ যাত্রায় প্রাকৃতিক বিপর্যয়ে ‘হতবাক ও দুঃখিত’ মুখ্যমন্ত্রী। টুইট করলেন, ‘বাংলার তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে |’ কন্ট্রোল রুমে খোলা হল নবান্নে | অমরনাথে মেঘ–ভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে ২৫টি পুণ্যার্থী শিবির | মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ | আর তার মধ্যে বাংলারও অনেকে আটকে রয়েছেন | আবার অনেকে অমরনাথের বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন| অনেককে আবার খুঁজেও পাওয়া যাচ্ছে না | এই উদ্বেগজনক পরিস্থিতিতে কন্ট্রোল রুম খুলল নবান্ন। শোকপ্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | স্থানীয় সূত্রে খবর, অমরনাথে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে বলে জম্মু ও কাশ্মীর প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এখনও অন্তত ৪০ জন নিখোঁজ বলে সূত্রের খবর | সুতরাং মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে | এখনও পর্যন্ত ছ’টি দল নামিয়েছে ভারতীয় সেনা,নামানো হয়েছে বায়ুসেনার হেলিকপ্টার | উদ্ধার করা তীর্থযাত্রীদের আনা হয়েছে পঞ্চতরণীর বেসক্যাম্পে | এদিন টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন ‘অমরনাথ বিপর্যের ঘটনায় আমি হতবাক ও শোকাহত | নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই | আটকে পড়া পুণ্যার্থী ও তাঁদের পরিবার-পরিজনকে সমবেদনা জানাই | নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে (০৩৩-২২১৪৫২৬), আমাদের দিল্লি রেসিডেন্স অফিসকে সক্রিয় করা হয়েছে, বাংলা থেকে তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে |’ মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথে এক বঙ্গ তনয়ার মৃত্যু | জানা গিয়েছে মৃত ওই যুবতী দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের বাসিন্দা | ওই বাঙালি কন্যার নাম বর্ষা মুহুরি |
সে এমএসসি’র পড়ুয়া |জানা গিয়েছে, ওই যুবতী একটি দলের সঙ্গে অমরনাথে ঘুরতে গিয়েছিলেন | তাঁর সঙ্গে ছিলেন আরও ৬ জন | গত ১ জুলাই কলকাতা থেকে উত্তর ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল তারা | প্রথমে পহেলগাঁওতে একটি জায়গায় ছিলেন ২ দিন | সেখান থেকে অমরনাথে যান | কিন্তু সেখানে গিয়ে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়ের মধ্যে পড়েন তারা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *