দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ | ১১ জেলার পজিটিভিটি রেট ছাড়িয়েছে ১০ শতাংশ | এই জেলা গুলির মধ্যে শীর্ষে রয়েছে নন্দীগ্রাম | আর তারপরেই উত্তর ২৪ পরগণা | স্বাস্থ্য দফতরের শেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যের ১১ টি জেলার সংক্রমণের হার ১০ শতাংশের উপরে | সেই তালিকার শীর্ষে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা | সেখানকার পজিটিভিটি রেট ২৪.৭৭ শতাংশ | উত্তর ২৪ পরগণার ক্ষেত্রে তা ২৩.৬৫ শতাংশ, যা রীতিমতো উদ্বেগজনক | দার্জিলিংয়ের পজিটিভিটি রেট ১৯.০১ শতাংশ | এছাড়াও নদিয়া, কলকাতা, পূ্র্ব বর্ধমান, হাওড়া, পশ্চিম বর্ধমান, কালিম্পং-সহ বেশ কয়েকটি জেলার পরিস্থিতিও বাড়াচ্ছে আতঙ্ক | দৈনিক সংক্রমণের হার দশ শতাংশের নিচে রয়েছে মালদহ, জলপাইগুড়ি. বাঁকুড়া, হুগলি-সহ ৯ টি জেলায় |এই প্রেক্ষিতে জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে ১১টি জায়গাকে বিপজ্জনক হিসেবে লাল তালিকাভুক্ত করা হয়েছে | হলুদ তালিকাভুক্ত হয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলা ও ৮টি জেলাকে |
স্বস্তিদায়ক পরিস্থিতিতে রয়েছে মুর্শিদাবাদ | সেখানে পজিটিভিটি রেট ১ শতাংশের নীচে| প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৬২ জন | এর মধ্যে ৭৩৭ জন উত্তর ২৪ পরগণার | উল্লেখ্য, প্রতিদিনের সংক্রমণের হিসেবে শীর্ষে এই জেলা| তবে তার আগের দিনের তুলনায় সংক্রমণের হার এই জেলায় কমেছে সামান্য | গত ২৪ ঘণ্টার হিসেবে মহানগরে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৫৮ জন | তৃতীয় স্থানে হুগলি, আক্রান্ত ১৯৬ জন,চতুর্থ স্থানে সংক্রমিত ১৫২ জন| এই দুই জেলার হিসেব গত ২৪ ঘণ্টার নিরিখেই | গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৭৬ হাজার ৫৬৫ জন |এই মূহুর্তে রাজ্যে মোট সংক্রমিত ২ লক্ষ ৫ হাজার ১৭৭ জন | নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৮৫৩ জন | করোনাকে পরাজিত করেছেন মোট ২০,০৭,২০৪ জন | পজিটিভিটি রেট ১৭.৩৬ শতাংশ| সুস্থতার হার ৯৭.৮৩ শতাংশ | অ্যাকটিভ কেসের আওতায় ২৩ হাজার ২৬৪ জন | করোনা আক্রান্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৫০৮ জন | হোম আইসোলেশনে আছেন ২২ হাজার ৭৫৬ জন |