দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধার আগে খুঁটি পুজো সেরে নিল তৃণমূল কংগ্রেস| বুধবার ধর্মতলায় খুঁটিপুজোর মাধ্যমে ২১ জুলাইয়ের মঞ্চ স্থাপন করল তৃণমূল | সেখানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তাপস রায়, শান্তনু সেন, শ্রেয়া পাণ্ডে-সহ অন্যান্যরা | একুশে জুলাই যে মঞ্চ থেকে ভাষণ দেবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী বুধবার সেই মঞ্চ তৈরির কাজ শুরু হয় | ধর্মতলায় ওই মঞ্চস্থলে খুঁটি পুজো করে মঞ্চ বাঁধার কাজ শুরু করা হয় | দীর্ঘ দু বছর ধরে কোভিড পরিস্থিতি থাকায় ভার্চুয়ালি একুশে জুলাইয়ের সভা হয়েছে | দু’বছর পর এবার ধর্মতলায় এই সভা হতে চলেছে | যার ফলে রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে এক আলাদা উদ্দীপনা কাজ করছে এই শহীদ সমাবেশের সভাকে ঘিরে | এই জনসমাবেশে রেকর্ড ভিড় হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব| কিন্তু বিগত ২ বছর করোনার কারণে ২১ জুলাই পালিত হয়েছে ভার্চুয়ালি । ধর্মতলায় জমায়েত করা হয়নি | নিজেদের এলাকায় বসে নেত্রীর বার্তা শুনেছেন নেতা-কর্মীরা | তবে এবছর ফের ধর্মতলায় পালিত হবে ২১ জুলাই| বুধবার খুঁটিপুজোর মাধ্যমে তার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল |
এদিন মঞ্চস্থল ঘুরে দেখে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় | সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রের ভিত প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | এই ধর্মতলার বুকে আমরা আমাদের প্রিয় ১৩ জন সহকর্মীকে হারিয়েছিলাম | মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতরভাবে আহত হয়েছিলেন | কয়েকশো সহকর্মী আহত হয়েছিলেন | কারণ একটাই, সচিত্র পরিচয়পত্রের দাবিতে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল | ১৯৯৩ সালের একুশে জুলাইয়ের পর থেকে যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এখানে শহীদ তর্পণ হয়েছে | তারপর তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আমরা এই দিনটি পালন করে চলেছি|’করোনার কারণে দু’বছর এই বিশেষ দিনটিতে আসতে পারেননি দলের কর্মী-সমর্থকরা, এবছর সেই সুযোগ রয়েছে | স্বাভাবিকভাবেই প্রবল ভিড় হবে বলেই মনে করা হচ্ছে | তবে আইন মেনে, পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করে অনুষ্ঠান চলবে বলেই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়|