Breaking News

‘বাংলা বিভাজন আটকাব শেষ রক্তবিন্দু দিয়ে’,মমতা যতদিন রয়েছেন কেউ পৃথক রাজ্য তৈরির সাহস পাবে না,ধুপগুড়িতে চ্যালেঞ্জ অভিষেকের!

প্রসেনজিৎ ধর :- বাংলা একটাই, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কোনও বিভাজন নেই | রাজ্যকে ভাগ করার চক্রান্ত বরদাস্ত করা হবে না | শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে বঙ্গভঙ্গের চক্রান্ত রোধ করা হবে | আলাদা করে উত্তরবঙ্গ যাঁরা দাবি করছেন তাদের চিহ্নিত করতে হবে, ধূপগুড়ির সভা থেকে এমনটাই বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় |মঙ্গলবার ধুপগুড়ি পুরসভার মাঠে এক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা উত্তরবঙ্গের নাম করে বাংলাকে ভাগ করতে চায় তাদের আজ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি | যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন এখানে কেউ পৃথক রাজ্য করার সাহস দেখাতে পারবে না |এদিন ধূপগুড়ির সভা থেকে বাংলা ভাগ প্রসঙ্গে অভিষেক জানান, ‘‌উত্তরবঙ্গ বলে তৃণমূলের অভিধানে কোনও শব্দ নেই। আমাদের অভিধানে দার্জিলিং, কালিম্পং, মালদহ , জলপাইগুড়ি রয়েছে | আলাদা করে যদি কেউ ভাবে বাংলা বাংলাকে ভাগ করব, তাহলে শরীরের শেষ রক্তবিন্দু লড়ব | কিন্তু বাংলাকে ভাগ হতে দেব না | এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম |’ অভিষেক আরও বলেন, এ রাজ্যে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ বলে কিছু হয় না | এ রাজ্যে একটাই বঙ্গ, তা হল পশ্চিমবঙ্গ | তৃণমূলের অভিধানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি রয়েছে, উত্তরবঙ্গ বলে কিছু নেই | বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে বাংলা ভাগ করার চক্রান্ত করে দেখাও | যদি কড়ায়গন্ডায় জবাব না দিই তাহলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় | এদিন ধূপগুড়ির সভায় যাওয়ার আগে ময়নাগুড়ি ব্লকের দোমহনি পুরাতন বাজার পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | তিনি বাজারে নামেন গোটা বাজার পরিদর্শন করেন এবং কালীমন্দিরে পুজো দেন |
এদিন সভা থেকেই অভিষেক স্পষ্টই জানান, ‘‌আমাদের নেতা কর্মীরা এখানকার সাধারণ মানুষের কাছে যেতে পারছে না | আমি এখানকার মানুষের সঙ্গে কথা বলেছি | এখানকার মানুষ ক্ষোভ বিক্ষোভ জানানোর জন্য বসে আছে | কিন্তু আনরাই ঠিকভাবে যেতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা | আমি সোজা কথা সোজাভাবে বলি | আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি|’‌ এখন নির্বাচন নেই | আমি ভোট চাইতে আসিনি | তৃণমূল কংগ্রেস ভোটের পাখি নয় | আমি বারেবারেই বলেছি বহিরাগতরা আসে, বহিরাগতরা যায় | বাংলা নিজের মেয়েকেই চায়| গত বছর জানুয়ারি মাস থেকে ভোটের জন্য যারা উত্তরবঙ্গে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছিল তাদের এই ১৪ মাস পরে আর দেখা নেই | কিন্তু পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *