Breaking News

সারদা কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই-কে সক্রিয় করতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সারদা মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআইকে সক্রিয় করতে দায়ের হল জনস্বার্থ মামলা | রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী মামলাটি করেছেন | মামলার শুনানি হতে পারে আগামী সোমবার | সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন সারদাকর্তা সুদীপ্ত সেন | এই মর্মে আদালতকে চিঠি দিয়েছেন তিনি| আদালতে পেশের সময় সুদীপ্ত সেন সংবাদমাধ্যমকে জানান, অবৈধ নির্মাণের অনুমতি দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন শুভেন্দু | এরপর থেকেই শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত শুরুর আবেদন জানিয়ে সিবিআইয়ের ওপর তাপ তৈরি করছিল তৃণমূল | কিন্তু কাজের কাজ হয়নি | মামলাকারীর দাবি, সারদাকাণ্ডে যুক্ত শুভেন্দু অধিকারীও, একাধিকবার তাঁর নাম করেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন | তার পরও তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করছে না সিবিআই | অবিলম্বে শুভেন্দুর বিরুদ্ধে সিবিআইকে তদন্ত শুরুর নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে দায়ের হয়েছে মামলা | সারদাকর্তার দাবির পরিপ্রেক্ষিতে শুভেন্দুকে গ্রেফতারির দাবিতে আগেই সরব হয় তৃণমূল | এবার রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার | সারদা কাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ করুক সিবিআই, এই আরজি জানান মামলাকারী| আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *