Breaking News

“সুবিধাভোগী,ধান্দাবাজরা আবার দলে ফিরছেন,মমতা বললে বিধায়ক পদ ছেড়ে দেব”বিস্ফোরক তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী!

প্রসেনজিৎ ধর, হুগলি :- দলের বিরুদ্ধে মুখ খুলে আবারও অস্বস্তি বাড়ালেন হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী | এমনকি বিধায়ক পদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি |বুধবার বলাগড়ের তৃণমূল বিধায়ক বলেন বিস্ফোরক মন্তব্য করেন | এদিন মনোরঞ্জন ব্যাপারী বলেন, ‘সুবিধাভোগী, ধান্দাবাজরা আবার দলে ফিরছেন | বিজেপিতে গিয়েও আবার ফিরে আসছেন | মমতা বললে বিধায়ক পদ ছেড়ে দেব |’ তিনি আরও বলেন, ‘আমি লেখালিখি জগতের মানুষ | বিজেপিকে রোখার জন্য বিধায়ক হতে হয়েছিল | তখন বিজেপিতে গিয়েছিল এমন ১৫৩ জনকে গুনেছিলাম, এরপর আর গুনতে পারিনি |যারা সুবিধাভোগী, যাঁরা ধান্দাবাজ তাঁরা এটাই করে এসেছে | এটাই তো সত্যি |’ যদিও এদিন এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি | তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললে তিনি বিধায়ক পদও ছেড়ে দিতে পারেন বলে জানান তিনি | উল্লেখ্য ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে একে একে বহু নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন | এরপর নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় বিজেপির সরকার গরার স্বপ্ন ভঙ্গ হয়েছে | এরপর আবার একে একে জোড়াফুল শিবিরে ফিরতে শুরু করেন | তৃণমূলে ফেরেন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, অর্জুন সিংয়ের মতো ‘দলত্যাগী’রা | মনোরঞ্জন ব্যাপারীর মন্তব্য নিয়ে তৃণমুলের তরফে দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, তৃণমূল কংগ্রেস পরিপূর্ণ গণতান্ত্রিক একটি দল| ব্যক্তিগত মতামত কেউ দিতে পারেন | তবে এই বিষয়ে দলনেত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *