Breaking News

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির তদন্ত কতদূর?সিবিআই-এর রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট | বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দেন কলকাতা হাইকর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ | কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে মঙ্গলবারের মধ্যে মামলার তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত | প্রাথমিক টেট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালতের পর্যবেক্ষণ, ২৭৩ জনকে অতিরিক্ত ১ নম্বর দেওয়া হল নিউটনের আপেলের মতো | আপেলটি নিউটনের মাথায় না পড়লে যেমন তাঁর মনে প্রশ্ন জাগত না | তেমন অতিরিক্ত ১ নম্বর দেওয়া না হলে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও প্রশ্ন জাগত না কারও মনে | এদিন আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর তদন্তে কী কী অগ্রগতি হয়েছে তা রিপোর্ট দিয়ে জানাতে হবে আদালতকে | শুধু সাক্ষীদের বয়ান দিলে হবে না | সঙ্গে জমা দিতে হবে নথিও | আগামী মঙ্গববারের মধ্যে জমা দিতে হবে এই রিপোর্ট | আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল গোপাল মুখোপাধ্যায় বলেন, ‘২৬৯ জনের চাকরি বাতিল হয়ে গেল | পর্ষদ সভাপতিকে সরিয়ে দেওয়া হল | এমন বিচার আদালতে কতটা গ্রহণযোগ্য | তাঁর প্রশ্ন, চার বছর পরে কেন মামলা করা হল | মামলাকারীর মামলা করার অধিকার রয়েছে কি না, তা খতিয়ে না দেখেই একক বেঞ্চ নির্দেশ দিয়েছে | ওই শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে | তিনি স্বীকার করেন, ২৭৩ জনের নিয়োগ তালিকায় ভুল ছিল | তিনি জানান, এর বাইরে কোনও অনিয়ম হয়নি | এখানে ফৌজদারি অপরাধ কোথায় | এজি বলেন, পর্ষদ সভাপতিকে সরাতে পারেন পর্ষদের সদস্যরা | কোন অপরাধে সভাপতিকে সরানো হল, তা স্পষ্ট নয় |’ আদালতের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই | এই দুর্নীতিতে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণ করেছে আদালত | তাঁকে একাধিকবার জিজ্ঞাসা করেছে সিবিআই | তল্লাশি হয়েছে মানিকবাবুর একাধিক ঠিকানায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *