Breaking News

কয়লাকাণ্ডে গ্রেফতার ইসিএলের প্রাক্তন ও বর্তমান ৭ আধিকারিকের ৫ দিনের সিবিআই হেফাজত!

প্রসেনজিৎ ধর :- কয়লা পাচারকাণ্ডে গ্রেফতার ইসিএলের ৭ প্রাক্তন ও বর্তমান আধিকারিক | আজ তাদের ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত | বৃহস্পতিবার তাদের কলকাতা থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে তাদের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী | বুধবার সকালে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় ইসিএল-এর বর্তমান ও প্রাক্তন পাঁচ কর্তা এবং দুই কর্মীকে | ম্যারাথন জিজ্ঞাসাবাদে সাত জনের থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে গোয়েন্দা সূত্রে খবর | এরপরেই তাঁদের গ্রেফতার করা হয়েছে | গ্রেফতার হয়েছেন ইসিএল-এর বর্তমান জিএম এস সি মিত্র, ইসিএল-এর প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায়, ইসিএল-এর প্রাক্তন জিএম অভিজিৎ মল্লিক, ইসিএল-এর প্রাক্তন জিএম তন্ময় দাস, সিকিউরিটি ম্যানেজার মুকেশ কুমার, সিকিউরিটি গার্ড রিঙ্কু বেহরা এবং দেবাশিস মুখোপাধ্যায় | আসানসোলের সিবিআই আদালতে বৃহস্পতিবার বেলা একটা নাগাদ এই ৭ প্রাক্তন ও বর্তমান ইসিএল কর্তাকে পেশ করা হয় | ধৃতদের সরাসরি কলকাতা থেকে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসেন সিবিআইয়ের আধিকারিকরা | এঁদের মধ্যে ইসিএলের বর্তমান একজন জেনারেল ম্যানেজার ও খনি ম্যানেজার-সহ ৩ জন প্রাক্তন জেনারেল ম্যানেজার এবং দুই নিরাপত্তা আধিকারিক রয়েছেন | বিচারক এই ৭ কর্তাকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন | সিবিআইয়ের দাবি, ইসিএলের এই আধিকারিকদের সঙ্গে অনুপ মাঝির সরাসরি যোগাযোগ ছিল| অনুপ মাঝির সঙ্গে লেনদেন চলত তাদের | মোটা টাকার বিনিময়ে কোলিয়ারি থেকে কয়লা বোঝাই ট্রাক নথিভুক্ত না করেই বার করে দিতেন তারা | সেই কয়লাই পাচারকারীদের মাধ্যমে পৌঁছে যেত রাজ্যে ও রাজ্যের বাইরে | অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের আইনজীবী | তাঁর দাবি, অভিযুক্তদের কোনও হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ দিতে পারেনি সিবিআই| তারপরেও তাদের গ্রেফতার করা হয়েছে | যদিও সিবিআইয়ের দাবি, ধৃতদের সঙ্গে লালার যোগাযোগ স্পষ্ট | ওদিকে এই ঘটনায় যুক্ত শাসকদলের নেতাদের গ্রেফতারি দাবি করেছেন বিরোধীরা | সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, শুধু সরকারি আধিকারিকদের গ্রেফতার করলে হবে না | এর সঙ্গে যুক্ত শাসকদলের নেতাদের গ্রেফতার করতে হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *