Breaking News

করোনা আতঙ্কের মধ্যেই রাজ্যে বাড়ছে কালাজ্বর, রাজ্যের ১১টি জেলায় আক্রান্ত ৬৫ জন!উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

প্রসেনজিৎ ধর :- করোনা আতঙ্কের মধ্যেই রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে কালাজ্বর | রাজ্যের ১১ টি জেলায় কমপক্ষে ৬৫ জন এখনও পর্যন্ত কালাজ্বরে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে| আশঙ্কা করা হচ্ছে এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে | আর তাতেই উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা | মাটির স্যাঁতসেতে দেওয়াল বা মেঝেতে স্ত্রী বালিমাছি ডিম পাড়ে | সেই মাছির শরীরে বাস করে পরজীবী | তা থেকেই কালাজ্বর সংক্রমিত হয় মানবদেহে| রোগ নির্মূল করতে রাজ্য সরকারের পক্ষ থেকে আক্রান্তদের পাকাবাড়ি ও শৌচালয় করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর | পাশাপাশি স্বাস্থ্যভবন থেকে এইসব এলাকায় লাগাতার সমীক্ষা শুরু হচ্ছে| সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই স্বাস্থ্যভবনের বিশেষজ্ঞদল কালাজ্বর প্রবণ এলাকা পরিদর্শনে যাচ্ছে | রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগী বলেছেন, “আক্রান্তদের চিহ্নিত করে পাকা বাড়ি করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে |” তাঁর কথায়, “রোগীকে নিখরচায় যেমন ওষুধ দেওয়া হচ্ছে, তেমনই এই মাস থেকে নিখরচায় মাসিক পুষ্টিকর খাবারও দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে|” স্বাস্থ্যকর্তাদের আশঙ্কা, রক্তপরীক্ষা করে আরও আক্রান্তের সন্ধান মিলতে পারে | তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি | কালাজ্বরে সংক্রমিত হলে মানুষের ওজন কমে যায়,খিদে কমে যায়, বমি বমি ভাব থাকে, শরীরের চামড়া শুকিয়ে যায়, রক্তাল্পতা দেখা দেয়, ১৪ দিনের বেশি জ্বর থাকে প্রভৃতি উপসর্গ দেখা দেয় | এক সময় রাজ্য থেকে পুরোপুরি কালাজ্বর নির্মূল হয়ে গিয়েছিল | বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত বিহার, উত্তরপ্রদেশ ঝাড়খন্ড থেকে আসা মানুষদের থেকেই এই রোগ ছড়াচ্ছে | কোনও বেসরকারি ল্যাবে এই রোগ ধরা পড়লে তাদের দ্রুত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *