Breaking News

‘যাঁরা মোদীকে সরাতে চান,পাবলিক তাঁদের ঝাঁটা দিয়ে বিদায় করবেন’‌,ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের
বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ | শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন সাংসদ দিলীপ ঘোষ | আর তারপর রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দেন | বৃহস্পতিবার বিধাননগর সেন্ট্রাল পার্কে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন যে, ক্রমাগত রাজ্যকে বঞ্চনা করে চলেছে কেন্দ্র | সেই অভিযোগ প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‌একটাই গান আছে | বারবার গাইতে হয় | অন্য গান ওরা শেখেনি | শুধু বলে দিচ্ছে না, দিচ্ছে না | যা দিয়েছে, তার হিসেব কোথায়? রিটায়ার করা শিক্ষকরা পেনশন পায় না | অবসরের একমাস আগে ফাইল রেডি হয়ে যায় | তাও পায় না কেন? নতুন একাধিক পুর–প্রশাসক বোর্ড হয়েছে | টাকা নেই| রাস্তা খারাপ, সারাইয়ের টাকা নেই | যাঁরা শ্রীলঙ্কার স্বপ্ন দেখছেন, তাঁরা এই রাজ্যে বসেই শ্রীলঙ্কার বর্তমান রূপ দেখতে পাবেন | যাঁরা ভাবছেন মোদীকে সরাবেন, তাঁরা দেখবেন, পাবলিক একদিন ঝাঁটা হাতে তাঁদের বিদায় করে দেবেন|’‌অন্যদিকে চাকরির নামে প্রতারণা করার জন্য তেহট্টের বিধায়ক তাপস সাহাকে তলব করা হয়েছে | এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘এটা নতুন নয়, আরও অনেকে ডাক পাবে | যে চাকরিগুলি হল, সেগুলি লেটারহেডে রেকমেন্ড করা | যিনি রেকমেন্ড করলেন, কিসের ভিত্তিতে করলেন? এরা কি পরীক্ষা দিয়েছে? কিরকম ফল করেছে? গরমিল প্রচুর | যাদের হাত ধরে এই গরমিল, তারাই একে একে ডাক পাচ্ছেন |’ পাশাপাশি, কয়লাকাণ্ডে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তলব এপ্রসঙ্গে দিলীপ বলেন ‘কয়লা পাচার নিয়ে অনেক দিন ধরে কেস চলছে | সন্দেহভাজন পাচারকারী, তাদের নামের লিস্ট তৈরি হয়েছে | লক্ষ লক্ষ লোক এই কারবারে যুক্ত | রাষ্ট্রীয় সম্পত্তি লুঠ হয়েছে। সার্বিক তদন্ত হওয়া দরকার |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *