দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পুরসভার সেক্রেটারি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ | কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয় দিয়ে ভুয়ো ই-মেল আইডি বানিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ | নদিয়া জেলার রানাঘাট থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারীরা| লালবাজারের সাইবার ক্রাইম শাখার তদন্তকারীরা রানাঘাটে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে | ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভুয়ো মেইল আইডি বানিয়ে বিভিন্ন মানুষের কাছে ইমেইলে কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিত | এরপর কোনও ব্যক্তি চাকরি করতে ইচ্ছে প্রকাশ করলে তাদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হত | কিন্তু, প্রতিশ্রুতি মতো চাকরি না পাওয়ায় সম্প্রতি লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছিলেন এক ব্যক্তি | তার ভিত্তিতে তদন্ত নামে লালবাজারের সাইবার ক্রাইম শাখা | তারা জানতে পারেন যে মেইল আইডি বানিয়ে নিজেদের সেক্রেটারি পরিচয় দিয়ে ওই দু’জন বিভিন্ন মানুষকে ইমেইল পাঠাত| পরে তাদের কাছ থেকে চাকরির নামে বহু টাকা নিত | এখনও পর্যন্ত বহু মানুষের সঙ্গে তারা প্রতারণা করেছে বলে জানতে পেরেছে পুলিশ |ধৃত দু’জনকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন পুলিশের | এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ | এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ আধিকারিকরা |