প্রসেনজিৎ ধর, কলকাতা :- অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি থাকবে কেন? রাজ্যজুড়ে আর কারা গাড়িতে লালবাতি ব্যবহার করছেন, কারা কারা ব্যবহার করছেন কালো কাঁচ সেই সমস্ত তথ্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট | আদালতের নির্দেশ, হলফনামা জমা দিতে হবে রাজ্যকে | কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে মঙ্গলবার | নির্দেশ, রাজ্যকে জানাতে হবে কারা কারা লাল বাতি ও কালো কাঁচ ব্যবহারের অনুমতি পেয়েছেন? কেন ব্যবহার করেন? এইসব ব্যবহারের ক্ষেত্রে বিধি নিষেধ কী? সমস্ত তথ্য জানাতে হবে ২ সপ্তাহের মধ্যে | আগামী ১ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে | প্রসঙ্গত,দলের জেলা সভাপতি হয়ে কেন লালবাতির গাড়ি ব্যবহার করেন কেষ্ট? সেই প্রশ্ন তুলেই গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা |এবার সেই মামলার শুনানিতে আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে, সমস্ত তথ্য জমা দেওয়ার | উল্লেখ্য, গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে রয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দিষ্ট নিয়ম | গাড়িতে কারা লালবাতি ব্যবহার করতে পারবেন, কারা নীল বাতি ব্যবহার করবেন তার নির্দিষ্ট নিয়ম রয়েছে | অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়িতে নীলবাতি ব্যবহারের অনুমতি রয়েছে | সম্প্রতি সিবিআইয়ের তলবে কলকাতায় এসে লালবাতি গাড়ি চড়ে ঘুরতে দেখা গিয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে | প্রসঙ্গত, মন্ত্রী- বিধায়ক- সাংসদরাও ব্যক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারেন না | এদিন লালবাতি মামলার শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ জানান, তাঁর মক্কেল এখন লালবাতির গাড়ি ব্যবহার করেন না | আগে ডব্লিউবিএসআরডিএ’র চেয়ারম্যান থাকার সুবাদে এই লালবাতি গাড়ি ব্যবহার করতেন | এখন লালবাতি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি |