Breaking News

শহিদ সমাবেশে বিশেষ পোশাকের ব্যবস্থা করল তৃণমূল,পাঞ্জাবি-টিশার্ট থেকে ওড়না,একুশে জুলাইয়ে এবার ড্রেসকোড!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস | রাত পোহালেই গোটা রাজ্যের অভিমুখ হয়ে উঠবে ধর্মতলা | এবছর নেতা-মন্ত্রী-ভলান্টিয়ারদের জন্য থাকছে বিশেষ ড্রেস কোড | মঙ্গলবার রাতেই বেশ কয়েকজনের হাতে সেই পোশাক তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় |জানা গিয়েছে, আগামিকাল তৃণমূলের পুরুষ কর্মীদের দেখা যাবে ঘিয়ে রঙের খাদির পাঞ্জাবিতে, বুকে থাকবে তৃণমূল কংগ্রেসের প্রতীক | মহিলা কর্মীদের জন্য তৈরি হয়েছে একই রঙের খাদির ওড়না নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়করা| ওই পোশাকেই আগামিকাল যোগ দেবেন শহিদ সমাবেশে | শুধু তাই নয়, স্বেচ্ছাসেবকদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ টি-শার্ট | একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারা | গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ব্যবস্থাও খতিয়ে দেখেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক | আর দেখা করতে গিয়েই তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে বিশেষ এই পাঞ্জাবি তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | এই পাঞ্জাবি পরেই দলীয় কর্মীরা ধর্মতলার শহিদ সমাবেশে যোগদান করবেন |এই বিশেষ ড্রেসকোড সম্পূর্ণ খাদির তৈরি| দলের পুরুষ কর্মীদের জন্য খাদির তৈরি পাঞ্জাবি এবং মহিলাদের জন্য খাদির ওড়না | দুটি পোশাকেই থাকছে দলের প্রতীক ঘাসের উপর জোড়াফুল,আর স্বেচ্ছাসেবকদের জন্য থাকছে বিশেষ টি–শার্ট | একইসঙ্গে শহিদ সমাবেশে অংশ নিতে আসা সকল কর্মী–সমর্থকের জন্যই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে | তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শুধুমাত্র কর্মী–সমর্থকরাই নয় এই শহিদ মঞ্চে বিশেষ খাদির পাঞ্জাবি পরবেন তৃণমূল কংগ্রেসের সমস্ত মন্ত্রী–বিধায়করা | অন্য কোনও পোশাক পরা যাবে না এই শহিদ সমাবেশে | তাই খাদির পাঞ্জাবি এবং ওড়না দেওয়া হচ্ছে সবাইকে| ছাই রঙের এই পোশাকে মেতে উঠবে গোটা মঞ্চ | কোভিডের চোখরাঙানি কাটিয়ে অবশেষে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে অংশ নেবে তৃণমূলের হাজার হাজার সমর্থক | শহরের প্রতিটি রাস্তাই বৃহস্পতিবার ধর্মতলা অভিমুখী হবে | আর সেই উপলক্ষে গোটা শহরকে ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে | ওই দিন শহরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন কলকাতা পুলিশের ৩০ জন ডেপুটি কমিশনার | এছাড়াও থাকবেন ৭০ জন অতিরিক্ত কমিশনার, ১৫০ জন ইনস্পেক্টর সহ ৭৫০ জন পুলিশ আধিকারিক| পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হচ্ছে সাড়ে তিন হাজার পুলিশ কর্মী | অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে লালবাজারের কুইক রেসপন্স টিম |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *