প্রসেনজিৎ ধর :- ফের রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল | এবার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বিদ্যুৎ দফতরেরই এক কর্মীর | ইলেকট্রিক পোস্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই কর্মীর,ঘটনাটি পূর্ব বর্ধমানের গলসির খানোপুল এলাকার| মৃত কর্মীর নাম সনৎ বাগদী | এছাড়াও, সুমন বাগদী নামে আরও এক কর্মী আহত হয়েছেন | তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই বিদ্যুৎ দফতরের ঠিকাকর্মী |অন্যদিকে গলসিতে ওই দিন ক্ষেতমজুরের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে | পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুজন খানোপুল এলাকায় একটি মাঠে ইলেকট্রিক পোস্টে কাজ করছিলেন | সেই সময় দুজনেই তড়িদাহত হয়ে বিদ্যুৎবাহী পোলের তারে ছটফট করতে থাকেন | স্থানীয়রা বিষয়টি দেখার পরেই তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় | সেখানে সনৎ বাগদীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা | অন্যদিকে, সুমন বাগদীকে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে | বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে| সাধারণত বিদ্যুৎ দফতরের কর্মীরা ইলেকট্রিক পোষ্টে উঠে কাজ করলে সেক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করে থাকেন | তারপরেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল?তা খতিয়ে দেখছে গলসি থানার পুলিশ | স্থানীয়রা জানান, তারা বিদ্যুৎ দফতরের কর্মীদের তারে ঝুলতে দেখা বুঝতে পারেন যে তারা তড়িদাহত হয়েছেন | পরে খবর পেয়ে পুলিশ আসে| অন্যদিকে গলসি থানার বেলান গ্রামে ক্ষেত মজুরের কাজ করতে গিয়ে মঙ্গলবার যে মহিলার মৃত্যু হয়েছে তাঁর নাম আরতি রুইদাস | ৫৫ বছর বয়স তাঁর | ধানের জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন ওই মহিলা | বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর| স্থানীয়দের অভিযোগ, কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে মাঠে পরে | আর তার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি | মৃত আরতি রুইদাসের পরিবারের এক সদস্য জানান, ‘সকালে আরতি মাঠে কাজ করতে যায়, সেই সময় ওঁর গায়ের উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে | কয়েক মিনিট পর ওঁকে উদ্ধার করা হয় | তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় |’ প্রথমে আরতি দেবীকে আদড়াহাটী স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয় | সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় |