Breaking News

শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখতে সভাস্থল পরিদর্শন মমতা বন্দোপাধ্যায়ের!নিরাপত্তায় জোরদার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাত পোহালেই একুশে জুলাই | ২ বছর পর ফের ধর্মতলায় শহিদ সমাবেশ | শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখতে সভাস্থলে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ | এর কিছুক্ষণ আগেই সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | বুধবার বিকেল ৫ টা ৩০ নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় এসে উপস্থিত হন সভাস্থলে | মুখ্যমন্ত্রী দেখে নেন শেষ মুহূর্তের পরিস্থিতি | আলোচনা করেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে| মঞ্চের পাশে বেন্টিং স্ট্রিটে চেয়ারে পেতে বসেন তৃণমূল সুপ্রিমো ও শীর্ষ নেতৃত্ব | উল্লেখ্য, মঞ্চ ও সংলগ্ন এলাকা জুড়ে কড়া পুলিশি প্রহরা|
সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে চত্ত্বর | অন্যান্য বারের চেয়ে বড় এবারের স্টেজ | দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪৬ ফুট | মূল মঞ্চ বিভক্ত ৩ টি ভাগে | মঞ্চে বসতে পারবেন ৫০০ জন, মঞ্চের সামনে রয়েছে পোডিয়াম | দৈর্ঘ্য ১২ দুট, প্রস্থ ৮ ফুট | তৃণমূল সুপ্রিমোর প্রবেশের জন্য করা হয়েছে আলাদা গেট | সভাস্থল জুড়ে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা | প্রথম জোনের দায়িত্বে থাকবেন ১ জন ডিসি, ৩ জন এসি, ৫ জন ইনস্পেক্টর, ৫ জন এসআই, ৩০ জন পুলিশকর্মী, র‍্যাফ ও ২০ সদস্যের উইনার্স টিম | দ্বিতীয় জোনের দায়িত্বে থাকবেন ১ জন ডিসি, ৩ জন এসি, ৬ জন ইনস্পেক্টর, ১২ জন এসআই, ১৭ জন এএসআই ও ৬৫ জন পুলিশকর্মী | তৃতীয় জোনের দায়িত্বে থাকবেন ১ জন ডিসি ও ৫ জন এসি | মঞ্চে প্রথম জোনে থাকবেন তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব | দ্বিতীয় জোনে থাকবেন শহিদ পরিবারের সদস্য ও দলের দ্বিতীয় সারির নেতৃত্ব | এদিন সকালে একুশের সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন মমতা বন্দোপাধ্যায় | বলেন, ‘আমাদের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান | সব মানুষকে আবেদন করব, যাঁরা পারবেন, তাঁরা আসুন | যাঁরা আসতে পারবেন না, তাঁরা টিভিতে দেখুন, আমাদের ফেসবুক লাইভে দেখুন |” তৃণমূল সুপ্রিমোর আরও বক্তব্য, ‘আমি সবাইকে বলব, সাবধানে ও শান্তিপূর্ণভাবে সভাস্থল আসুন | প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *