Breaking News

আদালতের অনুমতি সত্ত্বেও সময় ও স্থান নিয়ে আপত্তি, উলুবেড়িয়ার সভা বাতিল করলেন শুভেন্দু অধিকারী!

প্রসেনজিৎ ধর :- হাইকোর্টের অনুমতির পরে সভা বাতিলের সিদ্ধান্ত নিল বিজেপি | ২১ জুলাই-এর উলুবেড়িয়ার সভা বাতিল ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী | অনুমতি পেলেও, একাধিক অসুবিধের কারণ দেখিয়ে শুভেন্দুর সভা বাতিল করা হয়েছে | আগামী ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক দিয়েছেন শুভেন্দু |উলুবেড়িয়ার সভা নিয়ে একাধিক শর্ত আরোপ করে কলকাতা হাইকোর্ট | শর্তগুলি হল: রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সভা করার অনুমতি দেওয়া হয়েছে| বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছ’টার পর থেকে মানুষ এবং গাড়ি সভাস্থলের উদ্দেশ্য যেতে পারবে | হাওড়ার স্থানীয় মানুষ ছাড়া বাইরের লোক যেন সভায় না আসেন তা নিশ্চিত করবে বিজেপি | বিজেপি জেলা অফিস সংলগ্ন মনসাতলা মাঠে করতে হবে সভা | বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে স্থানীয় থানাকে সভাস্থল সম্পর্কে অবগত করতে হবে | পুলিশ সভাস্থল পরিদর্শন করবে | দেখবে যে ২০০০ লোকের জন্য জায়গাটি পর্যাপ্ত কিনা | যদি দেখা যায় ২০০০ জন মানুষের জন্য সভাস্থল পর্যাপ্ত নয়, তাহলে কত মানুষ নিয়ে সভা করবেন সে বিষয়ে পুলিশকে অবগত করবে বিজেপি | কিন্তু, শেষ পর্যন্ত সেই সভা বাতিল বলে ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | আদালতের শর্তজনিত একাধিক অসুবিধার দোহাই দিয়ে উলুবেড়িয়ার সভা বাতিল করা হল বলে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক |বিকেলে কলকাতা হাইকোর্ট উলুবেড়িয়ার সভার জন্য যেসব শর্তের কথা বলেছিল তা নিয়েই প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী | আদালতের শর্তগুলিকে ‘অদ্ভূত’ বলেও মন্তব্য করেছেন তিনি | বলেছেন, ‘আমরা আর্জি করেছিলাম সন্ধ্যা ৬-৭ সভা করার জন্য | কিন্তু কোর্ট বলল রাত ৮টায় সভা হবে | শর্তে আছে হাওড়া জেলা ছাড়া কোনও কর্মী সভায় যেতে পারবেন না | তাহলে তো আমিও ওই জেলার বাইরের লোক | আমি সহ অনেকেই যেতে পারব না | এদিকে আমি মূল বক্তা | তাহলে সভা হবে কীভাবে? কোর্টের নির্দেশ লাউডস্পিকার ২০টা থাকবে কিনা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এসডিও দেখবেন | কার্যত হাইকোর্টকে দিয়ে যেসব শর্ত দেওয়ানো হয়েছে সেটা সভার বিপক্ষে | অর্থাৎ, অশ্বথামা হত-ইতি গজ | এসব শর্ত মেনে সভা হতে পারে না | তাই আমরা সেটা করছি না |’ সভা বাতিলের পরিকল্পনাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল | রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “পায়ে পা দিয়ে ঝগড়া করতে গিয়েছিল বিজেপি | আদালত বিবেচনা করে বৃহস্পতিবার রাত ৮টা থেকে সভার অনুমতি দিয়েছিল | লোক হবে না বলে পালিয়ে গেল শুভেন্দু অধিকারী | মানসিক অবসাদ থেকে হাইকোর্টকে কটাক্ষ করছেন তিনি |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *